পুটখালী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত
- বেনাপোল (যশোর) সংবাদদাতা
- ১৪ মে ২০২৪, ০১:২১
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে বিএসএফের গুলিতে আমজাদ আলী (৩৫) নামে এক বাংলাদেশী আহত হয়েছেন। তিনি বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের সুকচাঁদ আলীর ছেলে।
গতকাল সোমবার ভোরের দিকে বিএসএফের ছোড়া শট গানের গুলিতে আহত আমজাদ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুটখালী ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি পুটখালী সীমান্তের বিপরীতে আংরাইল সীমান্তের ভারতীয় বিএসএফ শটগানের গুলিতে আমজেদ আলীর বাম পায়ের ঊরুতে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে সে বাড়ি আসলে বাড়ির লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
তবে এ ব্যাপারে পুটখালী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মাহবুবের সাথে মোবাইলফোনে কথা হলে তিনি বলেন, এরকম কোনো সংবাদ আমার জানা নেই।