১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দেশের অর্থনীতি পুরোপুরি ধ্বংস করেছে সরকার : মান্না

রাজধানীতে নাগরিক ঐক্য আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন মাহমুদুর রহমান মান্না : নয়া দিগন্ত -

বর্তমান সরকার দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নাগরিক ঐক্যের উদ্যোগে ‘অর্থনৈতিক বিপর্যয় এবং কর্তৃত্ববাদী শাসন’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নাকি তার বিকল্প খুঁজে পাচ্ছেন না। আমি বলি, আপনি অবৈধভাবে দখল করা ক্ষমতা ছেড়ে দেন। দেশের জনগণ নির্ধারণ করবে দেশ কে চালাবে। এই চক্র ব্যাংক ধ্বংস করেছে, বিদেশী ঋণ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, জ্বালানি খাতে বকেয়া ৪৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার বিদেশী ঋণের কিস্তি পরিশোধ করতে পারছে না। সরকার শুধু ঋণের সুদ পরিশোধ করছে। সেই সুদ দিতেই এখন সরকার নতুন করে ঋণ করছে। সুদ পরিশোধ করতেই জনগণের ঘাড়ে ঋণের নতুন বোঝা চাপাচ্ছে। ঋণের মূল টাকা তো থেকেই যাচ্ছে। ব্যাংকে টাকা নেই। ডলারের দাম বেড়ে ১১৭ টাকা হয়েছে।
তিনি আরো বলেন, মূল্যস্ফীতি সরকারি হিসাবেই প্রায় ১০ শতাংশ। খাদ্যে মূল্যস্ফীতি ১৫ শতাংশ ছাড়িয়েছে। দ্রব্যমূল্য নিম্নবিত্ত তো বটেই মধ্যবিত্তেরও নাগালের বাইরে চলে গেছে। নিম্ন আয়ের মানুষ তিনবেলা খাবার জোটাতে পারছে না। দফায় দফায় বাড়ানো হচ্ছে বিদ্যুৎ, গ্যাসের দাম। সরকার এখনো লুটপাট জারি রেখেছে। এই সরকারকে অপসারণ করতে না পারলে দেশটাকে বাঁচানো যাবে না, দেশের জনগণকে বাঁচানো যাবে না।
বিদ্যুৎ খাতে কোনো ইনডেমনিটি দেয়া হয়নি- প্রধানমন্ত্রীর এই বক্তব্য উল্লেখ করে মান্না বলেন, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন-২০১০-এ বিদ্যুৎ খাতে নেয়া যেকোনো পদক্ষেপ এবং খাতসংশ্লিষ্টদের স্পষ্ট দায়মুক্তি দেয়া হয়েছে। এই আইনের ৯ ধারায় আদালত, ইত্যাদির এখতিয়ার রহিত করা হয়েছে। আইনে বলা হয়েছে ‘এই আইনের অধীন কৃত বা কৃত বলিয়া বিবেচিত কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা, প্রদত্ত কোনো আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের নিকট প্রশ্ন উত্থাপন করা যাইবে না’। ১০ ধারায় বলা হয়েছে, ‘এই আইন বা তদধীন প্রণীত বিধি, সাধারণ বা বিশেষ আদেশের অধীন দায়িত্ব পালনকালে সরল বিশ্বাসে কৃত বা কৃত বলিয়া বিবেচিত কোনো কার্যের জন্য কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা বা অন্য কোনো প্রকার আইনগত কার্যধারা গ্রহণ করা যাইবে না’। এটাকে দায়মুক্তি বলবেন না তো কী বলবেন? অথচ এরপরেও প্রধানমন্ত্রী বলছেন, বিদ্যুৎ খাতে কোন ইনডেমনিটি দেয়া হয়নি।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, রিজার্ভ এখন ১৪ বিলিয়ন ডলারে নেমেছে। চার বিলিয়ন ডলার দিতে হবে জ্বালানি খাতে, আগামী ছয় মাসে বিদেশী ঋণের সুদের কিস্তি দিতে হবে ২০০ কোটি ডলার। ছয় মাস পর এই দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে?
নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন- মানবাধিকার কর্মী নূর খান লিটন, অধ্যাপক আসিফ নজরুল, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোমিনুল ইসলাম প্রমুখ। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার।


আরো সংবাদ



premium cement
বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কোম্পানীগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক ১০ ট্রাক অস্ত্র মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অব্যাহত এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলায় দেড় কোটি ডলার পাচ্ছেন ট্রাম্প শীতের মধ্যে বৃষ্টির আভাস প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা জোরপূর্বক হিজাব খোলানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জনপ্রশাসন সংস্কারে বিএনপির প্রস্তাবে যা আছে কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ, প্রতিবেদন পাঠানো হলো রাষ্ট্রপতির কাছে কয়েক ঘণ্টার ব্যবধানে সিরিয়াতে ইসরাইলের ৬০ বার হামলা

সকল