পুলিশি বাধায় জাগপার খয়খাটপাড়া সীমান্তমুখী গণমিছিল পণ্ড
- পঞ্চগড় প্রতিনিধি
- ১২ মে ২০২৪, ০০:০৫
পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নাগরিক হত্যার প্রতিবাদে খয়খাটপাড়া সীমান্ত অভিমুখে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার গণমিছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে। গতকাল শনিবার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট থেকে মিছিল শুরু করে খয়খাটপাড়া সীমান্ত অভিমুখে যাত্রা শুরুর পরই পুলিশ বাধা দেয়। এর আগে গত ৭ মে খয়খাটপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশীকে হত্যার প্রতিবাদে তিরনইহাট বাজার এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, প্রতিনিয়ত বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ লাশগুলো প্রমাণ করে ভারত বাংলাদেশের স্বাধীনতা ও ভূ-খণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
রাশেদ প্রধান বলেন, ভারত স্বাধীনতা যুদ্ধে নামমাত্র সহযোগিতা করলেও এখন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারছে না। মূলত ভারতের অভিন্ন টার্গেট বাংলাদেশের সার্বভৌমত্ব দখল করা। বাংলাদেশে জাতীয় ও স্থানীয় নির্বাচন হয় ভারতের প্রেসক্রিপশনে। কে এমপি, কে মন্ত্রী হবে সেই তালিকাও আসে ভারত থেকে। আর গণভবন হচ্ছে ভারতের পুতুল খেলাঘরের মতো।
এ সময় পঞ্চগড় জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সহসভাপতি মফিদুল ইসলাম মফি, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, পঞ্চগড় জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, পঞ্চগড় সদর উপজেলা জাগপার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা জাগপার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুব জাগপা নেতা কামরুজ্জামান কুয়েত, জাগপা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা