প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের স্মরণ সভা অনুষ্ঠিত
- ১২ মে ২০২৪, ০০:০৫
বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ উপকূলীয় মৎস্য ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন সিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ বাবুল মীরের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি ইসরাইল পণ্ডিত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদেক হোসেন স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইসলাম আলী ও সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন বাংলাদেশ উপকূলীয় মৎস্য ট্রলার শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক, মো: শাহজাহান মেম্বার, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলু।
সভায় আনোয়ার হোসেন সিকদারের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সভায় বক্তারা জেলেদের অবর্ণনীয় দুঃখ কষ্টের সাথী হিসেবে আনোয়ার হোসেন সিকদারের ভূয়সী প্রশংসা ও তার অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
বক্তারা সাত দফা দাবি আদায়ে সমস্ত জেলে সম্প্রদায়কে এই সংগঠনের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা