১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুয়েতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশী গ্রেফতার

-

কুয়েতে অবৈধভাবে প্রবেশ করার অভিযোগে পাঁচ বাংলাদেশীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী (রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অব সার্চ অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ)।
গতকাল আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার বাংলাদেশীদেরকে এর আগে বিভিন্ন অপরাধে কুয়েত থেকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। তারপরও তারা অবৈধভাবে আবার কুয়েতে প্রবেশ করে।
প্রতিবেদনে এ পাঁচ বাংলাদেশীকে কুয়েতের নির্মাণাধীন আল-মুতলা এবং আল-খাইরান এলাকা থেকে গ্রেফতার করা হয় উল্লেখ করে বলা হয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে তাদের কারো পরিচয় প্রকাশ করেনি কুয়েতের ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট।


আরো সংবাদ



premium cement