০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

৩ দিনের ফোবানা সম্মেলন শুরু ৩০ আগস্ট

-

আগামী ৩০ আগস্ট থেকে আমেরিকায় শুরু হচ্ছে তিন দিনের ফেডারেশন অব বাংলাদেশী অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা, ফোবানা সম্মেলন।
এ উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মলনে বক্তব্য রাখেন- সম্মেলনের কনভেনার জাহাঙ্গীর কবীর বাবু, কমিটির সদস্য ও ট্রেজারার ফিরোজ আহমেদ এবং অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী।
এতে বলা হয়, বিশ্ব বাঙালির এক মহামিলন মেলার নাম ফোবানা। ফোবানা সবার কাছে, বিশেষ করে উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের কাছে এক আবেগের নাম, অনুভূতির নাম, এক মহামিলনের নাম। এই মিলনমেলা প্রতি বছরই উত্তর আমেরিকার কোনো না কোনো শহরে অথবা কানাডায় অনুষ্ঠিত হয়ে আসছে গত ৩৭ বছর ধরে।
১৯৮৭ সালে বৃহত্তর ওয়াশিংটনের কিছু মানুষ উত্তর আমেরিকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের একটি ছাদের নিচে নিয়ে আসার লক্ষ্য নিয়ে গঠন করে নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন এনএবিসি। লক্ষ্য ও উদ্দেশ্য ছিল বিশ্ব বাঙালিদের এক মিলন আর অনাবিল আনন্দে মেতে থাকা।
ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, বোস্টোন, ডালাস সম্মেলন শেষে এই সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় ফেডারেশন অফ বাংলাদেশী অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানা।
আগামী ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর হোটেল হিলটন, ওয়াশিংটন ডিসি, গেইতিজবারগ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সংগঠনটির ৩৮তম কনভেনশন।
তিন দিনব্যাপী জমকালো ও জাঁকালো এই কনভেনশনে উপস্থিত থাকবে বাংলাদেশ ও পৃথিবীর অন্যান্য দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়াও বাংলাদেশী বিজনেস পারসনদের জন্য রয়েছে আমেরিকাসহ সারা পৃথিবী থেকে আগত বিজনেস পারসনদের সাথে ওপেন ডিসকাশন, বিজনেস আইডিয়া শেয়ার ও বিজনেস এক্সচেঞ্জের অবাধ সুযোগ।
পুরো কনভেনশন জুড়ে মিউজিকাল কনসার্টে থাকবে বিখ্যাত ও জনপ্রিয় শিল্পীরা। এতে থাকবে ফ্যাশন শো সেমিনার কমেডি শো ট্রেড ফেয়ার বুক ফেয়ার বাংলাদেশী ফিল্ম ফেস্টিভাল ও আকর্ষণীয় অনুষ্ঠান।
ফোবানার পক্ষ থেকে এই ৩৮তম কনভেনশনের অরগানাইজ ও সম্পূর্ণভাবে সফল করার দায়িত্বে আছেন- ‘বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন’। এক্সক্লুসিভ ইভেন্ট পার্টনার হিসেবে শোবিজ ১২ বছর ধরে ফোবানার সাথে সম্পৃক্ত আছেন। আছে ‘অন্তর শোবিজ’।


আরো সংবাদ



premium cement
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু চিরিরবন্দরে তুলার গুদামে আগুন গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানের নির্দেশ রূপগঞ্জে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি কক্সবাজারে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু আসামে খনিতে আটকা পড়ল ৯ শ্রমিক, ৩ জনের লাশের সন্ধান আবাহনীর কাছে হারল মোহামেডান অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্রের নির্মাণ কাজ জুনের মধ্যে শেষ করার আহ্বান উপদেষ্টা ফারুকীর রাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাকুর, সেক্রেটারি মুজাহিদ মুন্সীগঞ্জে সেতু থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

সকল