১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রংপুরে শ্যামাসুন্দরী খাল পরিষ্কারে ১ হাজার স্বেচ্ছাসেবী

-

রংপুর মহানগরীর লাইফ লাইন শ্যামাসুন্দরী খাল পুনরুজ্জীবন ও সচল রাখতে একদিনে একসাথে পরিষ্কার-পরিচ্ছন্নতাকরণ ও জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করবে সিটি করপোরেশন। আগামীকাল শনিবার এ কার্যক্রমে অংশ নিবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের এক হাজার স্বেচ্ছাসেবী।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের হলরুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় প্যানেল মেয়র মাহবুবুর রহমান মনজু, তৌহিদুল ইসলাম, সিটির প্রধান নির্বাহী উম্মে ফাতিমা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধাসহ কাউন্সিলর ও পদস্থ কর্মর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় মেয়র মোস্তফা বলেন, শ্যামাসুন্দরীকে বাঁচানো না গেলে রংপুর মহানগরীকে বাঁচানো যাবে না। আসছে বর্ষা মওসুমে শ্যামাসুন্দরীর প্রবাহমাত্রা ঠিক রাখতে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। প্রথমে চেক পোস্ট থেকে শাপলা পর্যন্ত ৫ কিলোমিটার স্বেচ্ছাসেবী সংগঠন দিয়ে এবং পরবর্তীতে নিজস্ব জনবল দিয়ে শাপলা থেকে খোকশা ঘাট পর্যন্ত ১০ দশমিক ৮০ কিলোমিটার খাল পরিচ্ছন্ন করা হবে। পরিচ্ছন্নতার পর কেউ খালে ময়লা আবর্জনা ফেললে তাদেরকে জরিমানাসহ শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছেন মেয়র। এ সময় আগামী তিন মাসের মধ্যে শ্যামাসুন্দরী খাল খননসহ বিস্তর পরিকল্পনা প্রকল্প প্রস্তাব তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ প্রকল্পে শ্যামাসুন্দরী খালের অবৈধ দখল উচ্ছেদ, জমি অধিগ্রহণ, দুই পাশে রাস্তাকরণ, উড়াল সেতুসহ বিভিন্ন পরিকল্পনা থাকবে। এটি নিয়ে নগরবাসীর মতামতের ভিত্তিতে সেটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে বলেও জানান মেয়র।


আরো সংবাদ



premium cement