০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

খিলগাঁওয়ে কলেজছাত্রীর লাশ উদ্ধার : হাজারীবাগে নাট্যকারের আত্মহত্যা

-

রাজধানীর খিলগাঁওয়ে বোনের বাসা থেকে বনি ইয়াসমিন বর্ণা (২২) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে আনসার হেডকোয়ার্টারের পাশে ২৮৩/সি বাসার পাঁচ তলা থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত বর্ণা মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্র্থী ছিল। অপরদিকে হাজারীবাগ এলাকায় মাসুদুল হাসান রুহান (২৭) এক নাট্য নির্মাতা আত্মহত্যা করেছেন।
স্বজনদের বরাত দিয়ে খিলগাঁও থানার এসআই মো: শিহাব জানান, বর্ণা মাগুরা শ্রীপুর উপজেলার খড়িবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে। কয়েকদিন আগে ঢাকার খিলগাঁওয়ে বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। বুধবার রাতেও তারা একসাথে খাবার খেয়ে যার যার মতো ঘুমোতে যান। সকালে বর্ণার ঘুম না ভাঙলে তাকে ডাকাডাকি করা হয়। কিন্তু ভেতর থেকে সাড়া পেয়ে দরজা খুলে ফ্যানের সাথে ওড়ানো পেঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে রাজধানীর পূর্ব রায়েরবাজারের একটি মেস থেকে মাসুদুল হাসান রুহান (২৭) একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রুহান একজন নাট্য নির্মাতা। বুধবার রাত ১টার দিকে হাজারীবাগ থানা পুলিশ রায়েরবাজার হাইস্কুলের ঢালের পাশের ১১৬/৩ নম্বর বাড়ির ৬ তলা থেকে ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা মানসিক যন্ত্রণায় পড়ে আত্মহত্যা করেছেন তিনি। গত মাসে স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ার পর থেকে বিষণœতায় ছিলেন রুহান। বাসা ছেড়ে উঠেছিলেন মেসে। মাসুদুল মাহমুদ রুহান ‘রেডরাম’ চলচ্চিত্র, ‘দ্য সাইলেন্স’ ওয়েব সিরিজ, ‘আমি কি তুমি’সহ আরো বহু নাটক ও ওয়েব সিরিজের প্রয়োজনার দায়িত্বে ছিলেন। নির্মাতা ভিকি জাহেদের সাথে বেশির ভাগ প্রজেক্টে কাজ করেছেন। ২০২০ সালে বিয়ে করেছিলেন। মাসখানেক আগেই তার বিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকেই অবসাদে ভুগছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন।
হাজারীবাগ থানার এসআই শাওন কুমার বিশ্বাস জানান, এক মাস আগে স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয় রুহানের। গত দুই মাস ধরে পূর্ব রায়েরবাজারের ওই মেসে থাকতে শুরু করেন তিনি। চলচ্চিত্রের বিভিন্ন শুটিংয়ের কারণে দেশের বিভিন্ন জায়গায় তার আসা-যাওয়া বেশি ছিল। যখন ঢাকায় ফিরতেন তখন ওই মেসে গিয়ে থাকতেন। গত বুধবার রাত ১১টার দিকে তার রুমমেট মেসে ফিরে দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন, ফ্যানের সাথে বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন রুহান। পরে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন। পরবর্তীতে তাদের মাধ্যমে খবর পেয়ে মধ্যরাতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আরো তদন্ত করে দেখা হচ্ছে।


আরো সংবাদ



premium cement