খুলনার পিপির হাইকোর্টে ক্ষমা প্রার্থনা
- নিজস্ব প্রতিবেদক
- ০৮ মে ২০২৪, ০০:০৫
বিচারককে হুমকি দেয়ার ঘটনায় খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম পলাশ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। গতকাল মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন। আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১১ জুন দিন ধার্য করেছেন। তবে আদালত তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেননি।
আদালতে পিপি পলাশের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার খোন্দকার রেজা-ই রাকিব। গত ৩ এপ্রিল বিচারককে হুমকি ধামকি দেয়ার ঘটনায় খুলনার পিপি জহিরুল ইসলাম পলাশকে তলব করেন হাইকোর্টের একই বেঞ্চ। ৭ মে তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। এর আগে খুলনার পিপি জহিরুল ইসলাম পলাশের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে লিখিত অভিযোগ করেন বিচারক তরিকুল ইসলাম। এ অভিযোগ আমলে নিয়ে হাইকোর্ট পিপিকে তলব করে আদেশ দেয়।
খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম পলাশের বিরুদ্ধে অভিযোগ দিয়ে প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠান। চিঠিতে পিপির বিরুদ্ধে বিচারকের সাথে অশোভন আচরণের অভিযোগ করেন তিনি। এ চিঠির পর প্রধান বিচারপতি বিষয়টি খতিয়ে দেখে হাইকোর্টের এই বেঞ্চে পাঠিয়ে দেন। হাইকোর্ট শুনানি নিয়ে পিপিকে তলব করে আদেশ দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা