১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তীব্র পানি সঙ্কটে বাড্ডার ২০ হাজার বাসিন্দা

-

রাজধানীর পূর্ব বাড্ডার প্রায় ২০ হাজার বাসিন্দা গত এক মাস ধরে চরম খাবার পানি সঙ্কটে ভুগছেন। এতে তাদের নাওয়া-খাওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় সব কাজেই ভোগান্তি পোহাতে হচ্ছে। কিন্তু এ ব্যাপারে ওয়াসার পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ।
জানা যায়, ঢাকা ওয়াসার মডস জোন-৮ এর অধীন পূর্ব বাড্ডা এলাকা। ৩০ ফিট, বৈঠাখালি ও ওয়াশিং ফ্যাক্টরি গলিসহ আশপাশের এলাকায় গত ঈদের আগে থেকেই পানির সঙ্কট দেখা দেয়। এর মধ্যে ড্রেনের কাজ করতে গিয়ে শ্রমিকরা পানির লাইন ও স্যুয়ারেজ লাইন এক করে ফেলে। এতে বেশ কিছু দিন ধরে ময়লা পানির যন্ত্রণায় ভুগতে হয়েছে এলাকাবাসীকে। পরে লাইন ঠিক করা হলেও পানির সঙ্কট কমেনি। গত ঈদের ছুটির সময় পানির সরবরাহ কিছুটা ভালো হলেও এরপর আবারো সমস্যা দেখা দিয়েছে। গত ২০ এপ্রিলের পর এলাকায় দিনের বেলা ওয়াসার পানির দেখা প্রায় মিলছেই না। এলাকার বাসিন্দা কাজী মাহবুব নয়া দিগন্তকে বলেন, দিনের বেলা পানি প্রায় পাওয়া যায় না। অনেক রাতে কোনোরকম আসে। এ কারণে আমাদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। খাওয়া, গোসলসহ সব ধরনের কাজেই বিঘœ ঘটছে। দোকান থেকে পানি কিনে খেতে হচ্ছে।
জানা যায়, ওই এলাকায় আলিফনগর আবাসিক এলাকায় নতুন নতুন ভবন গড়ে উঠছে। এ কারণেও এলাকায় পানির চাহিদা বেড়ে গেছে।
এ বিষয়ে ওয়াসার মডস জোন-৮ এর নির্বাহী প্রকৌশলী অনুপম কুমার মণ্ডল নয়া দিগন্তকে বলেন, কোনো এলাকার লাইনেই তেমন সমস্যা নেই। শুধু চাহিদা বেড়ে যাওয়ার কারণে কিছু ঘাটতি তৈরি হতে পারে।
এ বিষয়ে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম সহিদ উদ্দিন নয়া দিগন্তকে বলেন, তাপদাহের কারণে পানির চাহিদা বেড়েছে। এ কারণে আমাদের পাম্পগুলো ২৪ ঘণ্টাই চালু রাখতে হচ্ছে। মানুষ যাতে সঙ্কটে না পড়ে সে জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার পরও বাড্ডার বিষয়টি জানলাম। স্থানীয় কর্মকর্তাদের মাধ্যমে আমরা দ্রুতই এটির সমাধান করার চেষ্টা করবো।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল