১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চট্টগ্রামে কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা ৭ লাখ ৮৫ হাজার

-

আসন্ন ঈদুল আযহার কোরবানিকে সামনে রেখে চট্টগ্রামে ১৪ হাজার ২৫৮টি খামারসহ হাজার হাজার গৃহস্থ পরিবারে চলছে গরু, মহিষ, ভেড়া, ছাগলসহ গবাদিপশু মোটাতাজা করণের শেষ পর্যায়ের প্রস্তুতি।
চলতি বছর কোরবানিতে চট্টগ্রাম জেলায় গবাদিপশুর সম্ভাব্য চাহিদা রয়েছে সাত লাখ ৮৫ হাজার ১৩৯টি। এর বিপরীতে সম্ভাব্য মজুদ বা জোগান রয়েছে সাত লাখ ৩৪ হাজার ৫৩৬টি গতকাল বিকালে দৈনিক নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নজরুল ইসলাম। তিনি বলেন, এবার কোরবানিতে গবাদিপশুর চাহিদার চেয়ে সামান্য কিছু ঘাটতি রয়েছে, যা প্রায় প্রতিবছরের মতো এবারো পার্শ¦বর্তী জেলা থেকেই মেটানো সম্ভব হবে। এবারের কোরবানির চাহিদার বিপরীতে সম্ভাব্য মজুদ গবাদিপশুর মধ্যে রয়েছে ষাঁড় তিন লাখ ১১ হাজার ৪৮১টি, বলদ এক লাখ ১৮ হাজার ৬টি এবং গাভি ৪০ হাজার ৭৫টি। এ ছাড়া মহিষ ৪৯ হাজার ৮১১টি, ছাগল এক লাখ ৬৪ হাজার ৭৪৫টি, ভেড়া ৫০ হাজার ৩৭৪টি। অন্যান্য পশু রয়েছে ৪৪টি।
গত বছর চট্টগ্রাম জেলায় কোরবানি উপলক্ষে গবাদিপশুর চাহিদা ছিল আট লাখ ৭৯ হাজার ৭১৩টি (সম্ভাব্য চাহিদা) এর বিপরীতে স্থানীয়ভাবে উৎপাদন বা মজুদ ছিল আট লাখ ৪২ হাজার ১৬৫টি। এর মধ্যে গবাদিপশু (ষাঁড় বলদ) পাঁচ লাখ ২৬ হাজার ৩২৫টি, মহিষ ৭১ হাজার ৩৩৩ টি। এ ছাড়া ছাগল ও ভেড়া ছিল দুই লাখ ৪৪ হাজার ৪০৫টি এবং অন্যান্য পশু ছিল ১০২টি।

 


আরো সংবাদ



premium cement
দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর

সকল