প্রবাসীদের সমস্যা আমি জানি
লন্ডনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী- নিজস্ব প্রতিবেদক
- ০৪ মে ২০২৪, ০১:৫৫
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। প্রবাসীদের সমস্যাগুলো আমার জানা আছে। এসব সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ লক্ষ্যে আমার প্রধান ও প্রথম কাজ হবে প্রবাসী সেলকে শতভাগ কার্যকর করা।
গত ২৯ এপ্রিল লন্ডনের আট্রিয়াম সেন্টারে এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর জন্য দেশে ১৫০টি কারিগরি প্রতিষ্ঠান ও সেন্টার আছে। আমরা চেষ্টা করব যাতে দেশে আরো একশত ট্রেনিং সেন্টার স্থাপন করা যায়।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় প্রতিমন্ত্রীর সম্মানে মানপত্র পাঠ করেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিন, হরমুজ আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী, নইম রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাবুর রহমান মুজাহিদ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা