০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ইবিতে গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

-

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে বি ইউনিট (মানবিক)-এর ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছয়টি অ্যাকাডেমিক ভবনে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রটিতে সাত হাজার দুই শ’ ৪৬ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর আসনবিন্যাস করা হয়। এর মধ্যে উপস্থিত ছিলেন ছয় হাজার ৭৮১ জন।
পরীক্ষা চলাকালে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বিভিন্ন পরীক্ষাকক্ষ পরিদর্শন করেন। এসময় প্রোভিসি প্রফেসর ড. মো: মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো: আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান তার সাথে ছিলেন।
ভর্তি পরীক্ষা নকল ও প্রক্সিমুক্ত রাখতে পর্যাপ্ত নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়। যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে ক্যাম্পাস ও আশপাশ এলাকায় র‌্যাব, অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়। বিএনসিসি ও রোভার-স্কাউট সদস্যরা ভর্তি ইচ্ছুকদের সার্বিক সহযোগিতা করেন। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন জেলা থেকে আগত পরীক্ষার্থী-অভিভাবকদের জন্য ক্যাম্পাস ফটকে সেবামূলক কার্যক্রম পরিচালনা করেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement