রুচি বারবিকিউ চানাচুরের জমজমাট মিম ফেস্ট অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- ০৪ মে ২০২৪, ০১:৫৪
মিম এখন ইন্টারনেট ব্যবহারকারী, বিশেষত তরুণদের মাঝে খুব জনপ্রিয়। আর তাই এ মিম কালচারকে দেশব্যাপী ছড়িয়ে দিতে রুচি বারবিকিউ চানাচুর আয়োজন করেছিল একটি মিম কম্পিটিশন।
এ প্রতিযোগিতার থিম ছিল ‘ভোলা যায় না’। এতে সারা দেশ থেকে প্রায় ৪ হাজারের বেশি মিম জমা পড়ে। পরে সেরা মিমগুলো বাছাই করে গতকাল (৩ মে) রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত হয় ‘রুচি বারবিকিউ ভোলা যায় না মিম ফেস্ট’। এতে মিম এক্্িরবিশন ছাড়াও ছিল সেরা মিমবাজ, কাউয়া কপাল গণনা, মিমের বিনিময়ে পুরস্কার, রোস্টিং সেশন, স্ট্যান্ড আপ কমেডি ইত্যাদি। অনুষ্ঠানে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, ইন্টারনেট ইউজারদের মাঝে উপস্থিত ছিলেন রাকিন আবসার, কারিনা কায়সার, রাজ ব্রো, অতনু যোবায়ের, শামস, আলতাফ উদ্দিন আক্রমি, ইয়ামিন খান ও মনসুরুল আজিজ। এ ছাড়া স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সিইও মো: পারভেজ সাইফুল ইসলাম এবং হেড অব মার্কেটিং ইমতিয়াজ ফিরোজও উপস্থিত ছিলেন। তারা প্রতিযোগিতায় সেরা মিম তৈরি করা ১৫ জন মিমারের হাতে পুরস্কার তুলে দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা