আশরাফুল ইসলাম শাহীনের ইন্তেকাল
- নিজস্ব প্রতিবেদক
- ০৩ মে ২০২৪, ০০:১২
দিগন্ত মিডিয়া করপোরেশনের সাবেক চেয়ারম্যান শাহ আব্দুল হান্নানের ভাগ্নে ও শিশু-কিশোর ম্যাগাজিন টইটম্বুর সম্পাদক নাওশেবা সবিহ্ কবিতার স্বামী প্রকৌশলী আশরাফুল ইসলাম শাহীন (৬২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রকৌশলী শাহীন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়।
গতকাল বাদ মাগরিব নামাজে জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এখানে তার বড়মামা শাহ আব্দুল হান্নানেরও কবর রয়েছে। প্রকৌশলী শাহীন একজন পরোপকারী ও বিনয়ী লোক হিসেবে পরিচিত ছিলেন। চট্টগ্রাম চারুকলা কলেজের প্রতিষ্ঠাতা ও খ্যাতনামা চিত্রশিল্পী অধ্যক্ষ সবিহ উল আলমের একমাত্র জামাতা ছিলেন প্রকৌশলী শাহীন।