১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

-

দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার গুচ্ছের ‘বি’ ইউনিটে মানবিক বিভাগ থেকে পাসকৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ৯৪ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
জিএসটি সমন্বিত ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়, নির্বিঘেœ ভর্তি পরীক্ষা সম্পন্নের জন্য ইতোমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে গুচ্ছভুক্ত যেসব বিশ্ববিদ্যালয়গুলোয় পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেখানে কঠোর নিরাপত্তা প্রহরা ও গোপনীয়তা বজায় রেখে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে প্রশ্নপত্র প্রেরণ করা হয়েছে। ‘বি’ ইউনিটে মানবিক বিভাগ থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যবিপ্রবির জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বি’ ইউনিটে যবিপ্রবিতে আসন পড়েছে চার হাজার ১০ জন শিক্ষার্থীর। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি ভিসি অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, অত্যন্ত সুষ্ঠু ও নির্বিঘেœ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। আশা করি, ‘এ’ ইউনিটের পরীক্ষার মতোই কঠোর নিরাপত্তা ও অত্যন্ত শান্তিপূর্ণভাবে সব কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 


আরো সংবাদ



premium cement

সকল