০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`
বেতনভাতার দাবি

দিনকাল সাংবাদিক শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন ১১ মে

-

দৈনিক দিনকাল সাংবাদিক-কর্মচারীদের বকেয়া বেতনভাতার দাবিতে আগামী ১১ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে দৈনিক দিনকাল কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সাংবাদিক-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম। দৈনিক দিনকাল সাংবাদিক-শ্রমিক-কর্মচারী সমন্বয় কমিটির আহ্বায়ক আবুল হোসেন খান মোহনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ দৈনিক দিনকালের সিটি এডিটর আলী মামুদ, সহকারী সম্পাদক জহির চৌধুরী, সিনিয়র সহ সম্পাদক আব্দুস সেলিম, ডিইউজে দিনকাল ইউনিটের ডেপুটি ইউনিট চিফ বাবুল খন্দকার, দৈনিক দিনকাল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, দিনকাল কর্তৃপক্ষ ঈদের আগে সমস্যা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিলেও গত তিন সপ্তাহেও কোনো উদ্যোগ নেয়া হয়নি। উল্লেখ্য, দৈনিক দিনকালের সাংবাদিক-কর্মচারীদের গত এক বছর ধরে বেতনভাতা দেয়া হচ্ছে না। এ ছাড়া করোনাকালীন সময়ের চার মাসের বেতন ও উৎসবভাতা বকেয়া রয়েছে। সরকার ২০২২ সালের ২৬ ডিসেম্বর দিনকালের ডিক্লেয়ারেশন বাতিল করে। এরপর প্রেস কাউন্সিলে আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পত্রিকাটি চালু ছিল।
প্রেস কাউন্সিলের রায়ে সরকারের আদেশ বহাল রেখে পত্রিকাটি নিয়মমাফিক প্রকাশের নির্দেশনা দেয়া হয় এবং কর্মরত সাংবাদিক-কর্মচারীদের বেতনভাতা চালিয়ে যেতে বলা হয়। কিন্তু দিনকাল কর্তৃপক্ষ দীর্ঘ এক বছর ধরে সাংবাদিক-কর্মচারীদের বেতনভাতা দিচ্ছে না। আবার পাওনাকড়িও পরিশোধ করছে না। এতে বর্তমান দুর্মূল্যের বাজারে সাংবাদিক-কর্মচারীদের পরিবারগুলো মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছে। এমনিতেই দিনকাল সাংবাদিক-কর্মচারীদের দেশে চলমান নবম ওয়েজ বোর্ডের তুলনায় সামান্য বেতন দেয়া হয়। বিগত ২৭/২৮ বছরে জীবনযাত্রার ব্যয় কমবেশি ১৫ গুণ বাড়লেও এই সময়ের মধ্যে দৈনিক দিনকালের বেতনকাঠামোতে কোনোরূপ পরিবর্তন আনা হয়নি। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশনা খালেদা জিয়ার ৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণে অনুমতি বাতিল কমিশনের সুপারিশের পরেই স্বাস্থ্য খাত সংস্কার হবে : স্বাস্থ্য উপদেষ্টা সিরাজগঞ্জে ২ কৃষক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাভারে আ’লীগ সমর্থিত সাবেক পরিবহন নেতা মশা গ্রেফতার ফ্যাসিবাদ উৎখাত না হলে গণতন্ত্র মুক্তি পাবে না : এম এ হাশেম রাজু সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আটক র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত পানামা ফারুক তাহসানের শ্বশুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৫৬ শিক্ষার্থীকে সেমিস্টার ড্রপ মুন্সীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাথে ছাত্রদলের সংঘর্ষে আহত ১২ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ছাত্রদের ওপর হামলায় জড়িত ১৫ জন বরখাস্ত

সকল