০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
বেতনভাতার দাবি

দিনকাল সাংবাদিক শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন ১১ মে

-

দৈনিক দিনকাল সাংবাদিক-কর্মচারীদের বকেয়া বেতনভাতার দাবিতে আগামী ১১ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে দৈনিক দিনকাল কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সাংবাদিক-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম। দৈনিক দিনকাল সাংবাদিক-শ্রমিক-কর্মচারী সমন্বয় কমিটির আহ্বায়ক আবুল হোসেন খান মোহনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ দৈনিক দিনকালের সিটি এডিটর আলী মামুদ, সহকারী সম্পাদক জহির চৌধুরী, সিনিয়র সহ সম্পাদক আব্দুস সেলিম, ডিইউজে দিনকাল ইউনিটের ডেপুটি ইউনিট চিফ বাবুল খন্দকার, দৈনিক দিনকাল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, দিনকাল কর্তৃপক্ষ ঈদের আগে সমস্যা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিলেও গত তিন সপ্তাহেও কোনো উদ্যোগ নেয়া হয়নি। উল্লেখ্য, দৈনিক দিনকালের সাংবাদিক-কর্মচারীদের গত এক বছর ধরে বেতনভাতা দেয়া হচ্ছে না। এ ছাড়া করোনাকালীন সময়ের চার মাসের বেতন ও উৎসবভাতা বকেয়া রয়েছে। সরকার ২০২২ সালের ২৬ ডিসেম্বর দিনকালের ডিক্লেয়ারেশন বাতিল করে। এরপর প্রেস কাউন্সিলে আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পত্রিকাটি চালু ছিল।
প্রেস কাউন্সিলের রায়ে সরকারের আদেশ বহাল রেখে পত্রিকাটি নিয়মমাফিক প্রকাশের নির্দেশনা দেয়া হয় এবং কর্মরত সাংবাদিক-কর্মচারীদের বেতনভাতা চালিয়ে যেতে বলা হয়। কিন্তু দিনকাল কর্তৃপক্ষ দীর্ঘ এক বছর ধরে সাংবাদিক-কর্মচারীদের বেতনভাতা দিচ্ছে না। আবার পাওনাকড়িও পরিশোধ করছে না। এতে বর্তমান দুর্মূল্যের বাজারে সাংবাদিক-কর্মচারীদের পরিবারগুলো মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছে। এমনিতেই দিনকাল সাংবাদিক-কর্মচারীদের দেশে চলমান নবম ওয়েজ বোর্ডের তুলনায় সামান্য বেতন দেয়া হয়। বিগত ২৭/২৮ বছরে জীবনযাত্রার ব্যয় কমবেশি ১৫ গুণ বাড়লেও এই সময়ের মধ্যে দৈনিক দিনকালের বেতনকাঠামোতে কোনোরূপ পরিবর্তন আনা হয়নি। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
স্ত্রীসহ সাবেক এমপি শিখরের নামে দুদকের দুই মামলা খালেদা জিয়ার বিদেশ যাত্রা : ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড় সিলেটে তাফসির মাহফিল বৃহস্পতিবার, প্রধান আলোচক মিজানুর রহমান আজহারি রংপুরের পাঁচে পাঁচ, ঢাকার টানা চার হার কুয়েটে ১০৬৫ আসনের বিপরীতে ২৪ হাজার ৫২৭ শিক্ষার্থী কুখ্যাত গুয়ানতানামো কারাগার থেকে মুক্তি ১১ ইয়েমেনির ৫ মাসের অর্জনে খুশি নয় বাংলাদেশ ব্যাংক : মুখপাত্র শিখা জানা গেল কেরানীগঞ্জ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় সচিবালয়ের সামনে পুলিশের সাথে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বাড়ি, জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ ইবির পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস

সকল