আল্লাহর দ্বীন কায়েম করতে এগিয়ে আসতে হবে : সরওয়ার আজিজী
- চট্টগ্রাম ব্যুরো
- ৩০ এপ্রিল ২০২৪, ০০:০৫
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির আল্লামা সরওয়ার কামাল আজিজী বলেছেন, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করতে মুসলমান হিসেবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা যারা মুসলমান, তারা যে জায়গাতেই থাকি না কেন, উদ্দেশ্য থাকে আল্লাহকে রাজি-খুশি রাখা এবং দ্বীনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। পরিকল্পনা এবং উদ্দেশ্য ঠিক থাকলে এগিয়ে যেতে কোনো বাধা হয় না। রাসূল সা:-এর সমগ্র জীবন আমাদের জন্য অনুকরণীয় ও অনুস্মরণীয়। তার সফল জিন্দেগির অন্যতম হলো ইসলামকে মানবতার মুক্তির জন্য পৃথিবীতে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা। রাসূল সা: তাঁর সাহাবিদের নিয়ে আল্লাহর নির্দেশে একটি কার্যকর ইসলামী আন্দোলন শুরু করেছিলেন। যার মাধ্যমে মানবতা প্রকৃত মুক্তির দিশা পেয়েছিল। তাই আল্লাহ তায়ালা ইসলামী আন্দোলনকে মু’মিনদের জন্য ফরজ করে দিয়েছেন। কুরআনিক ভাষায় ইসলামী আন্দোলনকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ।
তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গত রোববার সন্ধ্যায় এসব কথা বলেন। পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সি: নায়েবে আমির শায়খুল হাদিস আল্লামা জিয়াউল হোসাইন। মহানগর শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন রব্বানীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মুসা বিন ইজহার। বক্তব্য রাখেন নায়েবে আমির মুফতি মোহাম্মদ আলী কাসেমী, দক্ষিণ জেলা আমির আল্লামা আতাউল্লাহ হোসাইনী, সাবেক এমপি মাওলানা আলী ওসমান, বিভাগীয় সাংগঠনিক সচিব মাওলানা এনামুল হক কুতুবী, পার্টির নেতা অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, মাওলানা এরশাদ বিন জালাল, কারি মুবিনুল হক, মাওলানা শোয়েব সোলেমানী, মাওলানা সৈয়দ নূর মোহাম্মদ কিবরিয়া, মিজানুর রহমান চৌধুরী, মাওলানা দিদারুল আলম, আল্লামা মাহমুদুল করিম কাসেমী, মাওলানা দ্বীন মোহাম্মদ রব্বানী, মাওলানা জাহেদুল ইসলাম, মাওলানা নুরু নবী দৌলতপুরী, হাফেজ ওবাইদুল্লাহ, কারি শেখ মোহাম্মদ হারুন, হাফেজ মাহমুদুল হাসান, কারি মুবিনুল হক প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা