১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে খাদ্যে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু

-

গাজীপুরে চার বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা। রোববার তাদের লাশ মরদেহ পাশাপাশি কবরস্থানে দাফন করা হয়েছে। গাজীপুর মহানগরীর সদর থানাধীন সালনার টেকিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- গাজীপুর মহানগরীর সদর থানাধীন সালনার টেকিবাড়ি গ্রামের মো: শাহজাহানের মেয়ে মোছা: জান্নাতুল (৪) এবং গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার হরিচন্ডি গ্রামের শাহ্ আলমের ছেলে মাহিম (৪)।
নিহত শিশু মাহিমের মামা মাসুদ রানা জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে সালনার টেকিবাড়ি এলাকার ভাড়া বাড়ি পাশে খেলছিল শিশু মাহিম ও জান্নাতুল। এ সময় তারা হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে তাদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
নিহত শিশু জান্নাতুলের বাবা শাহজাহান জানান, বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ জান্নাতুল হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে জানায় কুকুর তাদের তাড়া করছে। এ সময় কোনো কিছু বুঝে উঠার আগেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে জান্নাতুল। অপর দিকে মাহিমও তাদের ঘরে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। অবস্থার অবনতি হলে তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর তাদের মরদেহ রাত ১টার দিকে দাফন করা হয়েছে।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাসনিন জাহান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় মাহিম ও জান্নাতুলের মৃত্যু হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি সৈয়দ রাফিউল করিম জানান, দুই শিশুর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসক প্রাথমিকভাবে তাদের মৃত্যুর কারণ বিষক্রিয়ার কথা জানিয়েছেন। ওরা কিছু খেয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

সকল