১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
খাবার পানি ও স্যালাইন বিতরণ

চট্টগ্রাম এখন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে : ডা: শাহাদাত

-

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা: শাহাদাত হোসেন বলেছেন, তীব্র তাপদাহে অসহনীয় গরমে জনজীবন অতিষ্ঠ। চট্টগ্রাম এখন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। ডামি সরকারের উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন মৃত্যু উপত্যকা। অপরিকল্পিত নগরায়নের মাধ্যমে গাছপালা, বন-জঙ্গল উজাড় করে, নদীনালা ভরাট করে এবং কয়লাবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে মানুষের জীবনকে সঙ্কটে ফেলে দিয়েছে। আজকে দেশের শত শত নদী দখল হয়ে গেছে। ক্ষমতাসীনদের বৃক্ষনিধনের ফলে দেশের পরিবেশ আজ ধ্বংসের মুখে।
তিনি গতকাল সোমবার বিকেলে নগরীর শাহ আমানত ব্রিজ-সংলগ্ন এলাকায় চলমান তীব্র গরমে পিপাসার্ত পথচারী, শ্রমজীবী ও রিকশাচালকদের মাঝে বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণকালে এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারি দলের প্রভাবশালীদের লোভের শিকার হয়ে চট্টগ্রামে একে একে পাহাড় নিশ্চিহ্ন হয়েছে। বর্ষাকালে পাহাড় ধসে প্রতি বছর ঘটছে প্রাণহানির ঘটনাও। তাই সামাজিক সচেতনতা বৃদ্ধি, ব্যাপক হারে বৃক্ষরোপণ ও বনায়ন কর্মসূচি গ্রহণ এবং পরিকল্পিত নগরায়নের উদ্যোগ নেয়া না হলে এই অভিশাপ থেকে আমরা সহজে পরিত্রাণ পাবো না। আমরা আমাদের অবস্থান থেকে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
এ সময় বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শামীম আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: কামরুল ইসলাম, মহানগর সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আসাদুর রহমান টিপু, সালাউদ্দীন চৌধুরী বাসু, মো: মুছা, মো: ইসমাইল, নাহিদুর রহমান হিরা, জাহাঙ্গীর আলম, এম এইচ চৌধুরী বাবলু, সবুজ মিয়া, মো: বাপ্পি, সুমন ভূঁইয়া, মো: ইসমাইল প্রমুখ।


আরো সংবাদ



premium cement
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, প্রত্যাশা আসিফ মাহমুদের জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব : ভিসি ৪৭তম বিসিএসের আবেদনের নতুন সময় জানালো পিএসসি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার মানবসেবার জন্যই হাসপাতাল করেছি : জামায়াত আমির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত চট্টগ্রামে সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা চিন্ময়ের জামিন শুনানি জানুয়ারিতেই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল

সকল