১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পটিয়া বায়তুশ শরফ কমপ্লেক্স বার্ষিক সভা ও তরিকত সম্মেলন অনুষ্ঠিত

-

বিশিষ্ট লেখক, গবেষক, রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদভী বলেন, শরীয়ত ও তরিকত পরস্পর পরিপূরক। ইসলামী শরীয়তের বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালনে তরিকতের অনুসরণ প্রয়োজন। তরিকতের অন্যতম শিক্ষা হলো আদব বা শিষ্টাচার। তরিকতের অনুসরণই একজন মানুষকে প্রকৃত আল্লাহর বান্দা হিসেবে গড়ে তোলে।
তিনি শনিবার বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের উদ্যোগে পটিয়া বায়তুশ শরফ কমপ্লেক্স শাহ জব্বারিয়া মাদরাসার বার্ষিক সভা ও তরিকায়ে আলিয়া কাদেরিয়ার তরিকত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন পটিয়া বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক, সাবেক পটিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইদ্রিছ মিয়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের কেন্দ্রীয় সেক্রেটারি আলহাজ হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। ড. মাওলানা মুহাম্মদ ওয়ালী উল্লাহ মঈনের সঞ্চালনায় সম্মেলনে আলোচক ছিলেন প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের, প্রফেসর ড. মুহাম্মদ শহীদুল হক, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, মাওলানা মামুনুর রশিদ নূরী, মাওলানা আবু হানিফা মুহাম্মদ নোমান, ড. মুফতি মুহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক মুহাম্মদ আব্দুর রহমান, মাওলানা লোকমান হাকিম যাহেদী, হাফেজ মাওলানা মোহাম্মদ মুহিউদ্দিন মাহবুব, হাফেজ মাওলানা শরিয়ত উল্লাহ হুসাইনী, মাওলানা মুহাম্মদ ইমরানুল হক সাঈদ, মাওলানা মুহাম্মদ জিয়াউল হক আনসারী, মাওলানা মুহাম্মদ ইসমাইল হানাফি। রাত সাড়ে ১১টায় রাহবরে বায়তুশ শরফের বিশেষ মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement