মসজিদ কমিটি থেকে বাদ দেয়ায় মুরাদনগরে মুসল্লিকে কুপিয়ে জখম
- ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
মসজিদ কমিটি থেকে বাদ দেয়ায় এক মুসল্লিকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে।
গতকাল শুক্রবার কুমিল্লার মুরাদনগরে সদরের ‘ছোট মসজিদে’ জুমার নামাজ শেষে এই নৃশংস ঘটনা ঘটানো হয়। প্রত্যদর্শীরা জানিয়েছেন, গত সপ্তাহে মসজিদের ইমামের সাথে দুর্ব্যবহার করেন এলাকার সাবেক মেম্বার আক্তার। পরে তাকে মসজিদ কমিটির পদ থেকে বাদ দেয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ আক্তার মেম্বারের নির্দেশে তার ছেলে এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত রাফি গতকাল নৃশংস এ ঘটনা ঘটায়। তারা জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে রুহুল আমিন নামে এলাকার এক সাধারণ মুসল্লিকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে পেট থেকে ভুড়ি বের করে দেয়।
পরে স্থানীয়রা মরাত্মক আহত রুহুল আমিনকে মুরাদনগর সরকারি হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসকরা রুহুল আমিনকে সেখান থেকে রাজধানীতে পাঠিয়েছে। জানা গেছে, আক্তার মেম্বার সরকারদলীয় এক সিনিয়র মন্ত্রীর সাথে কিছু আগে ছবি তুলে তা এলাকায় প্রচার করে। পাশাপাশি নিজেকে প্রভাবশালী হিসেবে তুলে ধরে অনেকের সাথে খারাপ আচরণ করতে থাকে। এরই এক পর্যায়ে মুসল্লিকে কুপিয়ে জখম করা হলো। নিরীহ রুহুল আমিনকে জখম করার ঘটনায় মুরাদনগরের সর্বস্তরের মানুষ ও মুসল্লিররা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা