০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

১৯ সিনিয়র রাজনীতিবিদ ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের গ্র্যাজুয়েট

-

নেতৃত্ব ও রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সিনিয়র লিডার ফেলোশিপ প্রোগ্রাম (এসএলএফপি) সফলভাবে সমাপ্ত করায় দেশের প্রধান তিন দলের ১৯ সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দকে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের গ্র্যাজুয়েশন সনদ প্রদান করা হয়েছে। ইউএসএআইডির স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের আওতায় সম্প্রতি অনুষ্ঠিত উচ্চমানের এই ফেলোশিপ কর্মসূচিতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির আট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন। ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের বহুদলীয় উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ (এসএলএফপি) সম্পন্ন করা এটি নবম ব্যাচ। এই প্রোগ্রামটি বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা সিনিয়র নেতাদের জন্য জনগুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় অন্বেষণ ও চিন্তাভাবনা একত্র করে দেয়ার একটি শিক্ষামূলক প্লাটফর্ম হিসেবে কাজ করছে। আরো গুরুত্বপূর্ণ দিক হলো, এই ফেলোশিপ কার্যক্রমটি নেতাদের মধ্যে বন্ধুত্বের অনুভূতি জাগিয়ে তোলে এবং দলগত শিক্ষার মাধ্যমে নিজেদের মধ্যে পারস্পারিক সহনশীলতা ও সৌহার্দ্যরে মূল্যবোধ গড়ে তোলে এবং তা সমুন্নত রাখার অঙ্গীকার করে।
গ্র্যাজুয়েশনসম্পন্নকারী ফেলোরা গণতন্ত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা, দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্র, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, নির্বাচন প্রক্রিয়া এবং রাজনীতিতে নারীদের অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয়ে নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং মাঠ পর্যায়ে কাজ করেছেন। এ পর্যন্ত তিন দলের ২২০ সিনিয়র নেতা এই এসএলএফপি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। নবম ব্যাচের ১৯ জন ফেলোর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল ওল্ডস। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব পার্টি আমিনুল এহসান ও প্রিন্সিপাল ডিরেক্টর ড. আব্দুল আলীম। ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের এসপিএল প্রকল্পের চিফ অব পার্টি ডানা এল ওল্ডস বলেন, এটি একটি বিশেষ ব্যাচ। কারণ এই ব্যাচে জেলার তিন রাজনৈতিক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেছিলেন। যারা নিজ নিজ জেলার প্রধান নেতা। তিনি আশা করেন, এই ফেলোশিপ কর্মসূচির পর তারা তাদের জেলায় ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়া চালিয়ে যাবে। তিনি আশা করেন, অংশগ্রহণকারীরা নারী ও যুবদের ক্ষমতায়নের জন্য উদ্যোগ নেবেন এবং প্রশিক্ষণ থেকে গড়ে ওঠা সুসম্পর্ক অব্যাহত রাখবেন।

 


আরো সংবাদ



premium cement