মাতামুহুরি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ যুবকের লাশ উদ্ধার
- চকরিয়া( কক্সবাজার) সংবাদদাতা
- ২৫ এপ্রিল ২০২৪, ০১:০৯
চকরিয়া উপজেলার বেতুয়া বাজার ব্রিজের দক্ষিণ পাশে মাতামুহুরি নদীতে মাছ ধরতে গিয়ে মনছুর আলম (২২) ও মোহাম্মদ মুবিন (১৮) নামে দুই যুবক নিখোঁজ হন গতকাল সকাল ৯টার দিকে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও এলাকাবাসীর সহয়াতায় ৬ ঘণ্টা পর তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কালাগাজী সিকদার পাড়ার মোহাম্মদ ইদ্রিসের ছেলে মোহাম্মদ মনসুর এবং ৭ নং ওয়ার্ডের সিকান্দার পাড়ার মোহাম্মদ মনুর ছেলে মোহাম্মদ মুবিন সকালে মাতামুহুরি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও চকরিয়া ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদের উদ্ধারের প্রচেষ্টা করেন। পরে চট্টগ্রামের ফায়ার সার্ভিসের চৌকস ডুবুরিদল এসে বেলা সাড়ে ৩টার দিকে মাতমুহুরী নদী থেকে তাদের লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম এখানে পাঠানো হয়েছে। বিকেলে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা