১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শ্রমিকদের জন্য নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে হবে : বিলস

বিলস আয়োজিত আলোচনা সভায় অতিথিরা : নয়া দিগন্ত -

দেশের গার্মেন্ট শিল্পসহ অধিকাংশ শিল্প-শ্রমিকরা অনিরাপদ কর্মক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। কোনো দুর্ঘটনায় তারা সুচিকিৎসা পাচ্ছেন না। এমনকি ট্রেড ইউনিয়ন করার সুযোগও অধিকাংশ কারখানায় নেই। ফলে দেশের এসব শ্রমিক ও শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে শ্রমিকদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করতে হবে।
গতকাল (মঙ্গলবার) জাতীয় প্রেস ক্লাবে ‘নিরাপদ কর্মক্ষেত্র তৈরির অর্জন ও চ্যালেঞ্জ : রানা প্লাজা পরবর্তী উদ্যোগগুলোর অভিজ্ঞতা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিলস মহাসচিব নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘রানা প্লাজা ধসের ঘটনা শুধু দুর্ঘটনা বলে মানতে আমরা নারাজ; শিল্প পরিদর্শনের দুর্বলতা ও তদারকির ঘাটতির কারণে এটা হয়েছে।’ বিভিন্ন শিল্প-কারখানায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা কাক্সিক্ষত মানদণ্ডে ক্ষতিপূরণ পাননি জানিয়ে বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, ‘অনেক দুর্ঘটনার পরে মামলা নেয়া হয়নি; দীর্ঘ মেয়াদে চিকিৎসাসেবা পাননি আহত শ্রমিকরা।’ বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়েজ অভিযোগ করেন, গার্মেন্ট সেক্টরে শ্রমিকরা যখন ট্রেড ইউনিয়ন করতে যায়, তাদের বাধা দেয়া হয়। রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না।
আইএলওর প্রতিনিধি মউরাইস লেন ব্রোকস বলেন, বাংলাদেশের গার্মেন্ট সেক্টর আগের তুলনায় এখন অনেক নিরাপদ। এখন অন্যান্য খাত ও নিরাপত্তায় নজর দিতে হবে। শ্রম অধিকার সুরক্ষার পাশাপাশি স্বাধীনভাবে ট্রেড ইউনিয়ন করার সুযোগও দিতে হবে। সভাপতির বক্তব্যে বিলস চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজ বলেন, রানা প্লাজার দুর্ঘটনার পর দেশে অনেক কিছু পরিবর্তন হলেও শ্রমিকদের ন্যূনতম সুচিকিৎসার বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। সভায় আরো বক্তব্য দেন ইন্ডাস্ট্রি-অল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল, গার্মেন্ট শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী নইমুল আহসান জুয়েল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপপরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া, বিলসের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসাইন প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কোম্পানীগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক ১০ ট্রাক অস্ত্র মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অব্যাহত এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলায় দেড় কোটি ডলার পাচ্ছেন ট্রাম্প শীতের মধ্যে বৃষ্টির আভাস প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা জোরপূর্বক হিজাব খোলানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জনপ্রশাসন সংস্কারে বিএনপির প্রস্তাবে যা আছে কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ, প্রতিবেদন পাঠানো হলো রাষ্ট্রপতির কাছে কয়েক ঘণ্টার ব্যবধানে সিরিয়াতে ইসরাইলের ৬০ বার হামলা

সকল