চট্টগ্রামে এপিক হেলথ কেয়ার মেডিক্যাল পূর্ব গেট শাখার উদ্বোধন
- ২০ এপ্রিল ২০২৪, ০৩:২৫
বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত চট্টগ্রামের প্রথম ও একমাত্র ল্যাব এপিক হেলথ কেয়ারের মেডিক্যাল পূর্ব গেট শাখার উদ্বোধন হলো গতকাল। উদ্বোধন করেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী এফবিসিসিআই সভাপতি মাহবুবুল 'আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনু, মহিলা ওয়ার্ড কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস এম লোকমান কবির, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এস এম আবু সুফিয়ান, সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এক্সিকিউটিভ ডাইরেক্টর টি এম হান্নান, বিজনেস ডেভেলপমেন্ট ডাইরেক্টর মো: জসীম উদ্দিন, ডাইরেক্টর (এইচআর অ্যান্ড অ্যাডমিন) তহমিনা মরিয়ম, ডাইরেক্টর (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট) তানজিনা কবির, কনসালট্যান্ট (অপারেশনাল ডেভেলপমেন্ট) ডাঃ সাইফুদ্দীন মো: খালেদ প্রমুখ। উল্লেখ্য, এপিক হেলথ কেয়ারের প্রথম শাখাটি চমেক মেইন গেটের বিপরীতে এবং দ্বিতীয় শাখাটি আন্দরকিল্লায় অবস্থিত।
মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, 'আমাদের দেশের চিকিৎসকরা বিশ্বমানের, শুধু দেশে নয়; বিশ্বের বিভিন্ন দেশে তারা সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। দেশের চিকিৎসকরা যেন গুণগত মানের সেবা দিয়ে রোগীদের সুস্থ করে তুলতে পারেন এমন পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে, বাড়াতে হবে গবেষণার সুযোগ। সেই সাথে রোগ নির্ণয়ে প্রয়োজন আছে আধুনিক ডায়াগনস্টিক সুবিধাও যেটির জন্য এপিক হেলথ কেয়ার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এপিক হেলথ কেয়ারের বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা আসলেই চট্টগ্রাম তথা দেশের বেসরকারি স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আমি মনে করি। আমি ওই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।'
এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, আমি সত্যিই অবাক হয়েছি ব্যাংককের ডায়াগনস্টিক রিপোর্টের সাথে এপিকের রিপোর্টের মিল দেখে। সেই থেকে আমার নিজের ও পরিবারের সবার হেলথ চেক-আপ আমি এপিক থেকেই করি। আমি চাই চট্টগ্রামের বেসরকারি স্বাস্থ্য খাতকে এপিক হেলথ কেয়ার নেতৃত্ব দিবে।
এপিক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এস এম আবু সুফিয়ান স্বাগত বক্তব্যে বলেন, 'আমাদের প্রধান লক্ষ্য রোগীর হাতে একটি নির্ভুল কোয়ালিটি রিপোর্ট প্রদান করা, যাতে চিকিৎসক সঠিক রোগটি নির্ণয় করে নিশ্চিন্তে রোগীর উপযুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারেন। আলহামদুলিল্লাহ, স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত চর্চার গুণগত মানের আন্তর্জাতিক স্বীকৃতিস্বরূপ পরপর দুইবার চট্টগ্রামের প্রথম ও একমাত্র ল্যাব হিসেবে আইএসও ১৫১৮৯ অ্যাক্রিডিটেশন সনদ অর্জন করে যার ফলে এপিক হেলথ কেয়ারের টেস্ট রিপোর্ট শুধু দেশে নয়, সারা বিশ্বে স্বীকৃত ও গ্রহণযোগ্য।' এপিক
হেলথ কেয়ারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস এম লোকমান কবির সমাপনী বক্তব্যে বলেন, 'এপিক আজকের এই অবস্থানে আসার একমাত্র কারণ আমাদের প্রতি রোগীর আস্থা ও ভালোবাসা। মহামারীসহ বিভিন্ন কঠিন পরিস্থিতিতেও এপিক কখনো কোয়ালিটির সাথে আপস করেনি আলহামদুলিল্লাহ। আমরা চাই- সততা, নিষ্ঠা ও টেস্টের সঠিক গুণগত মান নিশ্চিত করে নগরবাসীর দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং চট্টগ্রামকে সত্যিকারের হেলদি সিটি হিসেবে গড়ে তুলে বিশ্বের বুকে উপস্থাপন করতে।' বিজ্ঞপ্তি।