১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সৈয়দপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়া ৩ জামায়াত নেতা আটক

-

নীলফামারীর সৈয়দপুরে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে এসে জামায়াতের তিন নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। আটক নেতারা হলেন, নীলফামারী জেলার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, সৈয়দপুর উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম ও উপজেলা কর্মপরিষদ সদস্য খয়রাত হোসেন বসুনিয়া। তাদের নীলফামারী সদর থানায় ২০২২ সালে করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি প্রাইভেট কার ও ৩টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। এখানে তারা সৈয়দপুর উপজেলা আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের বাসায় দাওয়াত খেতে এসেছিলেন। হাফেজ মুনতাকিমের স্ত্রী অ্যাডভোকেট আল ফারুকের বোন এবং তারা বোনের বাড়িতে বেড়াতে আসেন। কিন্তু পুলিশের দাবি তারা এখানে গোপন বৈঠকে মিলিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিল।

অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফের স্ত্রী নাদিরা ফেরদৌসী সুমী বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমার স্বামীকে আটক করেছে পুলিশ। তিনি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ধলাগাছ এলাকায় তার বোনের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। সেখান থেকে তাকে রাজনৈতিক প্রতিহিংসাবশত অনৈতিক ও বেআইনিভাবে আটক করা হয়েছে। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি এবং দ্রুত তার স্বামীর মুক্তি দাবি করেন।
জামায়াতের সৈয়দপুর উপজেলা আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, শুধু ভিন্ন মতের রাজনীতির সাথে জড়িত থাকায় জামায়াত নেতাদের সামাজিক অনুষ্ঠান তথা আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে আসা নেতাদের কোনো মামলা না থাকলেও গ্রেফতার করা হচ্ছে। যার উৎকৃষ্ট প্রমাণ আজ আমার বাড়িতে দাওয়াত খেতে আসা নেতাদের বিনা মামলা ও ওয়ারেন্টে আটক করার ঘটনা। তিনি আটক নেতাদের বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগ তুলে নিয়ে অনতিবিলম্বে তাদের মুক্তির দাবি জানান।


আরো সংবাদ



premium cement
৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন, যেসব বিষয়ে আলোচনা হবে ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি

সকল