ঈদ মার্কেট গিয়ে নিখোঁজ শিশুর খোঁজ মিলেনি এক মাসেও
- চট্টগ্রাম ব্যুরো
- ২০ এপ্রিল ২০২৪, ০৩:২৩
গত ২১ মার্চ মায়ের সাথে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজারে ঈদের কাপড় কিনতে গিয়েছিল আট বছরের জান্নাতুল নাঈমা। মায়ের হাত থেকে ছুটে গিয়ে নিখোঁজ হওয়া নাঈমাকে গত এক মাসেও খুঁজে পাওয়া যায়নি। মেয়েকে হারিয়ে তার মা-বাবা পাগলপ্রায়। থানায় জিডি হলেও পুলিশ কোনো খোঁজ দিতে পারছে না।
নিখোঁজ জান্নাতুল নাঈমা কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন টৈটং ওয়ার্ডের মৌলভী হাসান জুমপাড়ার সৈয়দ কাসেমের মেয়ে। বর্তমানে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন পেট্রোল পাম্প-সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। মা ছেনোয়ারা বেগম জানান, ২১ মার্চ দুপুর দেড়টায় মেয়েকে ঈদের কাপড় কিনে দিতে রিয়াজউদ্দিন বাজার এলাকায় নিয়ে যায়। ভিড়ের মধ্যে হঠাৎ হাত ফসকে মেয়ে কোথায় চলে যায়। পুরো মার্কেট এলাকায় খুঁজেও তাকে পাওয়া যায়নি।
তিনি জানান, তার মেয়ে মানসিক প্রতিবন্ধী ছিল। ভালোভাবে কথা বলতে পারতো না। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি (জিডি নং-২২১০/২০২৪)। কোতোয়ালী থানার উপপরিদর্শক রবিউল হক বলেন, আমরা শিশুটির সন্ধান পেতে নানাভাবে কাজ করছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা