১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খিলগাঁয়ে সন্ত্রাসী হামলার সময় অস্ত্রসহ দুজন আটক

-

রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী এলাকায় সন্ত্রাসী হামলা চালানোর সময় জাহিদ এ রহিম ওরফে বাবু মন্ডল ও সোহাগ নামে দুজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পশ্চিম নন্দীপাড়া ত্রিমোহনী বাস স্ট্যান্ডের পাশে গ্রীন সিটি সোসাইটিতে এ ঘটনা ঘটে। হামলায় আব্দুর রহিম (৬০) ও সানোয়ার হোসেন (৪০) সহ কয়েকজন আহত হয়।
ভুক্তভোগী এমদাদুল হক জানান, পশ্চিম নন্দীপাড়া, খিলগাঁও ঢাকাতে সিএস, এসএ, আরএস, সিটি জরিপ ধারাবাহিকতা দেখে ১৭.২৫ কাঠা জমি কিনে খাজনা খারিজ সম্পন্ন করে তিনি বসতঘর তৈরি করে বসবাস করছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে মো: জাহিদ এ রহিম ও বাবু মন্ডল নামে এলাকার চিহ্নিত সন্ত্রাসী অস্ত্রসহ কয়েকজন সহযোগী নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা ব্যাপক ভাংচুর ও লুটপাট শুরু করে। পরে খিলগাঁও থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবু মন্ডল ও সোহাগকে একটি রিভলবার ও কিছু দেশি অস্ত্রসহ গ্রেফতার করে নিয়ে যায়। এ সময় বাকিরা পালিয়ে যায়। তিনি বলেন, দুর্বৃত্তরা তার বাড়ির সাইনবোর্ডসহ বেশকিছু আসবাবপত্র ভাংচুর করে। কয়েকটি মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ দুর্বৃত্তরা নন্দীপাড়ার পায় ৩০ বিঘা জমির অবৈধ মালিকানা দাবি করে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। তাদের ভুয়া দলিল উচ্চ আদালত বারবার খারিজ করে দিয়েছেন।
পুলিশ বলছে, এ বাপারে মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 


আরো সংবাদ



premium cement