১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উখিয়ায় ইনানী লাবেলা রিসোর্টে পর্যটককে ধর্ষণ

-

উখিয়ার ইনানী সমুদ্র সৈকত এলাকায় লাবেলা রিসোর্টে এক পর্যটক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ ধর্ষক মোহাম্মদ নিজামকে (৪৪) গ্রেফতার করেছে। ভুক্তভোগী তরুণী ঢাকা কাফরুলের ইব্রাহিমপুর এলাকার বাসিন্দা। আর অভিযুক্ত নিজাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কদমতলীর শামসুল হকের ছেলে। গত ১৫ এপ্রিল বান্ধবীকে নিয়ে ওই তরুণী ঢাকা থেকে কক্সবাজারে ভ্রমণে যান। উখিয়া থানার ওসি মো: শামীম হোসেন বলেন, অভিযুক্ত নিজামকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী তরুণীকে বুধবার বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সন্ধ্যায় তিনি ঢাকার পথে রওয়ানা দিয়েছেন। এ ঘটনায় বুধবার উখিয়া থানায় ভুক্তভোগী তরুণী বাদি মোহাম্মদ নিজামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। মামলার এজাহারে বলা হয়েছে, এক বান্ধবীকে নিয়ে মামলার বাদি গত ১৫ এপ্রিল ঢাকা থেকে কক্সবাজার যান। উঠেন উখিয়ার ইনানী সৈকতের লাবেলা রিসোর্টের রোজ কটেজে নিচ তলায় ৪০২ নম্বর কক্ষে। তাদের সাথে আসেন এক মাস আগে পরিচিত ব্যক্তি মোহাম্মদ নিজাম। তিনি উঠেন পাশের ৪০১ নম্বর কক্ষে। নিজাম মামলার বাদির সাথে আসা বান্ধবীর পূর্ব পরিচিত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বান্ধবী সমুদ্র সৈকতে ঘুরতে যান। মাথা ব্যথাজনিত কারণে বাদি ৪০২ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে নিজাম ওই কক্ষে ঢুকে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে। তার চিৎকারে হোটেলের লোকজন এগিয়ে গেলে নিজাম পালিয়ে যান। পরে জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দিলে উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাদিকে উদ্ধার করে। পরে পুলিশ ইনানী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নাজিমকে গ্রেফতার করে। ইনানী লাবেলা রিসোর্টের ম্যানেজার আরিফুল ইসলাম বলেন, ১৫ এপ্রিল দুপুরে রিসোর্টে এসে মোহাম্মদ নিজাম দুটি এসি রুম ভাড়া নেন। ৪০২ নম্বর কক্ষে উঠেন ২ নারী। নিজাম উঠেন পাশের ৪০১ নম্বর কক্ষে। নিজাম এ সময় দুই তরুণীকে চাচাতো বোন পরিচয় দেন। পুলিশ ঘটনাস্থল পৌঁছার আগে রিসোর্ট কক্ষে তরুণীকে ধর্ষণের বিষয়টি তাদের কেউ জানায়নি।


আরো সংবাদ



premium cement