নির্যাতনে পাঁচ বছরের শিশুর মৃত্যু : বাবা আটক
- নিজস্ব প্রতিবেদক
- ১৭ এপ্রিল ২০২৪, ০১:৩৩
রাজধানীর হাজারীবাগের বউবাজার এলাকায় বাবার মারধর ও আছাড়ে ফেলায় পাঁচ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম জান্নাতুল। এই ঘটনায় শিশুর বাবা লেগুনা চালক রাসেল মিয়াকে আটক করেছে। গত সোমবার বিকেলে ভাত খেতে না চাওয়ায় শিশুটিকে এভাবে মারধর করে তার বাবা।
প্রতিবেশীদের বাদ দিয়ে হাজারীবাগ থানার এসআই নাদির শাহ বলেন, গত সোমবার বিকেলে শিশুটিকে ভাত খাওয়াচ্ছিল তার মা নাসিমা। কিন্তু ভাত খেতে চাচ্ছিল না জান্নাতুল। এতে মা জান্নাতুলকে বকাঝকাসহ নানান কথা বলছিল। ওই সময় বাবা রাসেলও সেখানে ছিল। তাদের মা-মেয়ের বকাঝকার মধ্যে ক্ষিপ্ত হয়ে রাসেল জান্নাতুলকে মারধর করে আছাড় মারে। এতে শিশুটির মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়। ঘটনার পরপরই প্রতিবেশীরা জান্নাতুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিন্তু রাতে জান্নাতুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে প্রতিবেশীরা বাবা রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে রাসেল থানায় আটক রয়েছে। জান্নাতুল তাদের একমাত্র সন্তান ছিল। বর্তমানে হাজারীবাগ বউবাজার খালপাড় এলাকার একটি বাসায় ভাড়া থাকেন তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা