১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গ্যাস সিলিন্ডারের আগুনে আরো একজনের মৃত্যু

-

রাজধানীর ভাসানটেক কালভার্ট রোড এলাকায় মশার কয়েল জ্বালাতে গিয়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে মোহাম্মদ লিটন (৫২) নামে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। নিহত লিটনের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার চান্দগাঁও গ্রামে। গত শুক্রবার ভোরে মিরপুরের ভাসানটেক এলাকার একটি বাসায় মশার কয়েল জ্বালাতে গিয়ে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে নারী শিশুসহ দগ্ধ ছয়জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তার মধ্যে মঙ্গলবার সকালের দিকে লিটন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৬৭ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মা মেহেরুন্নেসা। এরপর সোমবার রাতে মারা যান তার স্ত্রী সূর্য বানু। এ ছাড়া তার মেয়ে লামিয়া ৫৫ শতাংশ, লিজা ৩০ শতাংশ এবং ছেলে সুজনের শরীরের ৪৩ শতাংশ দগ্ধ নিয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। কারণ সবারই শ্বাসনালি পুড়ে গেছে বলে জানান চিকিৎসক।

 


আরো সংবাদ



premium cement