ষড়যন্ত্র মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন
- ঝালকাঠি প্রতিনিধি
- ১৬ এপ্রিল ২০২৪, ০১:১৭
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা করা প্রয়োজন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। তিনি বলেন, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যেসব বক্তব্য আসছে, এগুলো সরকারবিরোধী বক্তব্য না। এটা ভারতবিরোধী বক্তব্য। সাংবাদিকরা সঠিক সংবাদ তুলে ধরে দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র মোকাবেলায় সরকারকে সহযোগিতা করবে, এমনটাই প্রত্যাশা করছি। রোববার বিকেলে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান দেশবাসীকে। আমির হোসেন আমু বলেন, আমাদের বেশির ভাগ জিনিসই অন্য দেশ থেকে আমদানি করতে হয়। যেসব পণ্য আমাদের আমদানি করতে হয়, তা আগের চেয়ে একটু দাম বেশি পড়ছে। এ থেকে আবার মধ্যস্বত্বভোগীরা ফায়দা লোটে। আবার আমাদের দেশের পরিবহন একটি ফায়দা নেয়। উত্তরাঞ্চল থেকে ট্রাক ঢাকায় আসতে অনেক স্থানে চাঁদা দিতে হয়। সুতরাং শুধু যে সিন্ডিকেট তা-না, বিভিন্ন রকমের সিন্ডিকেট কাজ করছে। সব সিন্ডিকেট মিলিয়ে একটি অসহনীয় অবস্থার সৃষ্টি করা হচ্ছে। সরকার এগুলো মোকাবেলায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে।
সাংবাদিকরা বর্তমান সরকারের আমলে নিরপেক্ষভাবে কাজ করতে পারছে জানিয়ে আমু বলেন, শেখ হাসিনা একটি টেলিভিশন থেকে অনেকগুলো টেলিভিশনের অনুমতি দিয়েছেন। যার ফলে আজকে সাংবাদিকদের সংগঠন হচ্ছে। সাংবাদিকরা নিরপেক্ষভাবে কাজ করতে পারছে। ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র মো: লিয়াকত আলী তালুকদার ও প্যানেল মেয়র তরুণ কর্মকার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দৈনিক দূরযাত্রা পত্রিকার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্য ও প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল। এসময় টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নলছিটিতে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ঝালকাঠির নলছিটিতে প্রান্তিক ২৫০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: সিদ্দিকুর রহমান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২৫০০ কৃষকের মধ্যে জনপ্রতি ৫ কেজি ধানের বীজ ও ২০ কেজি সার বিতরণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা