১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘ভোট টেম্পারিংয়ে নির্বাচনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে’

-

ভোট টেম্পারিং নির্বাচনব্যবস্থা ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন জামালপুর-১ আসনের এমপি নূর মোহাম্মদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন আর এটি চান না। আগামী নির্বাচন আরো কঠিন হবে বলেও মন্তব্য করেন এই সংসদ সদস্য। অতীতের জাতীয় সংসদ নির্বাচনকে ইঙ্গিত করেই এসব কথা বলেছেন জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের এমপি নূর মোহাম্মদ। তিনি বলেছেন, ভোট টেম্পারিংয়ের কারণে দেশের নির্বাচনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আর প্রধানমন্ত্রী এটা চান না। তাই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। নেক্সট পার্লামেন্ট নির্বাচন আরো কঠিন হবে মন্তব্য করেন এই আসেন প্রথমবারের এই এমপি। এবং এটিই হওয়া উচিত বলে মনে করেন তিনি। জনগণ কর্তৃক নির্বাচিত নেতা হোক। যাই-তাই নির্বাচনে দাঁড়াবে, জোড়াতালি দিয়ে পাস করে যাবে, পরবর্তী পর্যায়ে এগুলো আর হয় না।
গত শনিবার বিকেলে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নূর মোহাম্মদ এমপি। তিনি আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্থানীয় আওয়ামী লীগের একক প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করেন।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ এমপি আরো বলেন, যাই ভোটে নির্বাচিত হবে, তাকে দুটো কথা কয়ে আরাম পাবেন। উনিও কথা শুনে আরাম পাবে। আপনি দুটো গাল পারবেন যে আপনাকে ভোট দিয়েছি। আর এখন যদি কিছু কন, তবে তারা বলবে, আপনার ভোটে তো আমি এমপি হইনি, চেয়ারম্যান হইনি। অনেক চেয়ারম্যান কথা শুনে না। কী জন্য কথা শুনে না। ভোট লাগে না।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে জেলা আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ এমপি আরো বলেন, ‘আমি আমার দলের প্রার্থীকে জিতানির জন্য দুই নম্বরি চিন্তাভাবনা করবো, ওটা কিন্তু আমি করবো না। আপনাদের সবার সামনে বললাম। ফেয়ার ভোটে জিতা লাগবে। ফেয়ার ভোটে জিততে হবে। যদি আপনারা সিঙ্গেল (একক প্রার্থী) করতে পারেন, তারপরেও কিন্তু আমি আমার প্রার্থীকে জিতানির জন্য আমি আমার ভোট চামু না।’

 


আরো সংবাদ



premium cement