১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বেতাগীতে রোহিঙ্গাদের খাদ্য সামগ্রীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ

-

বরগুনার বেতাগীতে সেফকাতএলি সংস্থার মাধ্যমে ঈদসামগ্রী বিতরণের নামে হাতিয়ে নেয়া হচ্ছে কোটি কোটি টাকা। পবিত্র রমজান উপলক্ষে এই সংস্থার পরিচালকদ্বয় রেজাউল করিম ইলিয়াস মের্দা ও আব্দুল্লাহ আল মামুন উপজেলার মোকামিয়া ইউনিয়নে গত মঙ্গলবার বিকেলে ১ হাজার পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেন। কিন্তু তথ্যানুসন্ধানে বেরিয়ে আসে কোটি কোটি টাকা আত্মসাত্মের চিত্র।
জানা গেছে, তুরস্ক থেকে রোহিঙ্গা ক্যাম্পের জন্য খাদ্যসামগ্রী প্রেরণ করে সেফকাতএলি নামক দাতা সংস্থা। এতে এক শ কোটি টাকা অর্থ বরাদ্দ দেয়া হয়। কিন্তু সেফকাতএলি সংস্থার এই অঞ্চলের পরিচালক রেজাউল করিম ইলিয়াস মের্দা ও আব্দুল্লাহ আল মামুন কোনো এনজিও ব্যুরোর অনুমোদন ব্যতীত অবৈধভাবে হোন্ডির (নগদ অর্থ লেনদেন) এই খাদ্যসামগ্রী বিতরণ করেন। এই সংস্থা বাংলাদেশ সরকারের কোনো কর প্রদান না করে তাদের নিজস্ব হোন্ডির মাধ্যমে অবৈধভাবে এই টাকা সংগ্রহ করেন।

তবে নিয়মানুসারে এসব সামাজিক কাজ করার ক্ষেত্রে উপজেলা প্রশাসনের লিখিত অনুমতি নিতে হবে এবং লিখিত অনুমতিপত্র উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে অবহিত করতে হবে। এই সংস্থা নামসর্বস্ব মাত্র কয়েক লাখ টাকার খাদ্যসামগ্রী বিতরণ তাদের তুরস্ক দাতা সংস্থাকে ভাউচার দেখানোর সেফকতএলি সংস্থার পরিচালকরা দাখিল করেন। আর এই থেকে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। এই এলাকার একাধিক ব্যক্তি বলেন, ‘এসব নামধারী সংস্থার পিছনে জঙ্গীদের মদদ রয়েছে এবং এদের মদদে এসব এলাকা আরাকান নগরী গড়ে তুলতে চায়।’ এই সেফকাতএলি সংস্থার পরিচালক রেজাউল করিম ইলিয়াস মের্দার সাথে এ বিষয়ে একাধিকবার ফোনে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি। এই সংস্থার অংশীদারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন মোবাইল ফোনে বলেন, ‘আমাদের কাছে যথাযথ কাগজপত্র এবং সরকারের অনুমতিপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। এ বিষয় বেতাগী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, ‘এই সংস্থার কোনো বৈধ কাগজপত্র বা তথ্য সমাজসেবা অফিসে জমা দেয়নি এবং এ ধরনের কোনো অনুমতি নেয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, ‘গরিব অসহায় মানুষদের মধ্যে যদি কেউ বৈধভাবে খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে সেটা ভালো কাজ। তবে অবৈধভাবে সরকারকে কর ফাঁকি দিয়ে কোনো কাজ করে থাকলে তাদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement
সাবেক ছাত্রলীগ নেত্রী নদী গ্রেফতার সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা

সকল