০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে থানা থেকে আসামি ছিনতাইয়ের চেষ্টা

-

- পুলিশের ওপর হামলা
- বিদেশী অস্ত্র উদ্ধার
- চেয়ারম্যানসহ গ্রেফতার ৯

বগুড়ার শাজাহানপুরে ওসিসহ দায়িত্বরত পুলিশ সদস্যদের হেনস্তাকারী সেই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার ভোর ৪টার দিকে উপজেলার মাঝিড়া বন্দর ও বান্নিঘাটা এলাকা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। এ সময় ৭ রাউন্ড গুলি ও কিছু মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত নুরুজ্জামান শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউপির চেয়ারম্যান। তার বিরুদ্ধে হত্যাসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে।
এর আগে শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার আড়িয়া বাজার থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠুনকে দুটি বার্মিজ চাকুসহ আটক করে থানা পুলিশ। এ ঘটনার প্রায় ১ ঘণ্টা পর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান প্রায় অর্ধশত নেতাকর্মী নিয়ে থানায় প্রবেশ করে চাকুসহ আটক মিঠুনকে জোরপূর্বক ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেন। পুলিশ তাদের বাধা দিতে গেলে শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলামসহ তিন পুলিশ সদস্যকে হেনস্তা করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর ডিবি পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে ছত্রভঙ্গ হওয়ার পর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানের নেতৃত্বে মাঝিড়া বন্দরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। তাদের সরিয়ে দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হন। এক পর্যায়ে সড়ক অবরোধকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করা হয়। ঘটনাস্থল থেকে নুরুজ্জামানসহ পাঁচজনকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়।
শাজাহানপুর থানা পুলিশের ওসি শহীদুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় তার কাছে থাকা দুটি আগ্নেয়াস্ত্রের তথ্য দেন। পরে নুরুজ্জামানকে নিয়ে মাঝিড়া বন্দরে তার নিজ বাড়িতে ও বান্নিঘাটে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের বাংলো বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ৭ দশমিক ৬৫ মডেলের দুটি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলি এবং ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মাঝিড়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নুরুজ্জামানের আরো ৪ সহযোগীকে আটক করা হয়। পুলিশ জানায়, নুরুজ্জামানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, জমি দখল, সরকারি কাজে বাঁধা, মাদক আইনে অন্তত ৮-১০টি মামলা রয়েছে। এর আগে সরকারি টেন্ডারের শিডিউল চুরির ঘটনায় মাঝিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান বরখাস্ত হয়েছিলেন।
থানার ওসি শহীদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র দুটি অবৈধ। আটক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে অস্ত্র, সরকারি কাজে বাধাসহ কয়েকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক জুলফিকার আলী শান্ত এর ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তারা কেউই ফোন ধরেননি।
এদিকে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিকেলে এ ঘটনা নিয়ে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছেন। তিনি এ ঘটনার সাথে জড়িতদের কোনো ছাড় না দেয়ার ঘোষণা দেন।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল