১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জলদস্যুদের হাতে জিম্মি নাজমুলের পরিবারে নেই ঈদের আনন্দ

-

সোমালিয়ান জলদস্যুদের হাতে আটক জাহাজে জিম্মি নাজমুলের পরিবারে ঈদের আনন্দ নেই। ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি নাবিক সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের প্রত্যন্ত চর-নূরনগর গ্রামের আবু শামা ও নার্গিস দম্পতির একমাত্র ছেলে নাজমুল হক।
এবারের ঈদে নাজমুলের বাবা-মা নিরবে অশ্রু বিসর্জন করে চলেছে। নেই ঈদের কেনাকাটা। নেই ঈদ উদযাপনের প্রস্তুতিও। নিরানন্দে পরিণত হয়েছে তাদের ঈদ। তারা জানান, কাকে নিয়ে ঈদ করব আমরা, ছেলে ডাকাতদের হাতে বন্দী, ছেলে ফিরবে কি ফিরবে না তা ভেবে কূল পাচ্ছি না। ছেলের মুক্তির খবর ছাড়া আমাদের কোনো ঈদ নেই।
জলদস্যুদের হাতে জিম্মি নাজমুলের প্রতিবেশী ও স্বজনরা জানান, নাজমুল হকের বয়স মাত্র ২৩ বছর। দুই ভাইবোনের মধ্যে তিনি বড়। মাত্র ২০ বছর বয়সেই জাহাজে চাকরি পাওয়ার সুবাদে পরিবারের মুখে ফুটিয়েছেন হাসি ও খুশির আনন্দ। কিন্তু গত ১২ মার্চ অপহৃত হওয়ার পর থেকেই ছেলের মুক্তির সংবাদের প্রতীক্ষায় সময় পার করছেন নাজমুলের মা-বাবাসহ পরিবারের লোকজন।
কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন সুলতানা বলেন, জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার পর থেকেই জেলা প্রশাসকের পক্ষ থেকে তাদের পরিবারের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। অপহৃত নাবিকদের উদ্ধারের বিষয়টি নিয়ে সরকার ও জাহাজ মালিকের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চলছে। তিনি আরো জানান আমি সোমবার ঈদ উপহার নিয়ে নাজমুলের বাড়ি যাব।


আরো সংবাদ



premium cement
ভারত-বাংলাদেশ সম্পর্ক : উত্তেজনার কারণ ও সমাধান উল্লাপাড়ায় বিয়ের অনুষ্ঠানে বর ও কনে পক্ষের সংঘর্ষে আহত ১০ প্রতিবন্ধীদের নিয়েই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার তারেক রহমানের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠাই বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার : ডা. ইরান ক্রান্তিকাল পার করছে চারকোল সেক্টর আল্লাহর আইন প্রতিষ্ঠা হলেই দেশে কল্যাণ প্রতিষ্ঠা হবে : অধ্যাপক মুজিবুর ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু, হাসপাতালে ৩১৬ পুলিশকে আক্রমণ : তাহেরীসহ ১৫ জনের নামে মামলা, গ্রেফতার ৩ টানা জয়ে শীর্ষে রংপুর, প্রত্যাবর্তনের ম্যাচে শান্তর ৮০ ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় জামায়াত : রেজাউল করিম টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চান সৌম্য

সকল