জলদস্যুদের হাতে জিম্মি নাজমুলের পরিবারে নেই ঈদের আনন্দ
- সিরাজগঞ্জ প্রতিনিধি
- ০৭ এপ্রিল ২০২৪, ০০:০৫
সোমালিয়ান জলদস্যুদের হাতে আটক জাহাজে জিম্মি নাজমুলের পরিবারে ঈদের আনন্দ নেই। ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি নাবিক সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের প্রত্যন্ত চর-নূরনগর গ্রামের আবু শামা ও নার্গিস দম্পতির একমাত্র ছেলে নাজমুল হক।
এবারের ঈদে নাজমুলের বাবা-মা নিরবে অশ্রু বিসর্জন করে চলেছে। নেই ঈদের কেনাকাটা। নেই ঈদ উদযাপনের প্রস্তুতিও। নিরানন্দে পরিণত হয়েছে তাদের ঈদ। তারা জানান, কাকে নিয়ে ঈদ করব আমরা, ছেলে ডাকাতদের হাতে বন্দী, ছেলে ফিরবে কি ফিরবে না তা ভেবে কূল পাচ্ছি না। ছেলের মুক্তির খবর ছাড়া আমাদের কোনো ঈদ নেই।
জলদস্যুদের হাতে জিম্মি নাজমুলের প্রতিবেশী ও স্বজনরা জানান, নাজমুল হকের বয়স মাত্র ২৩ বছর। দুই ভাইবোনের মধ্যে তিনি বড়। মাত্র ২০ বছর বয়সেই জাহাজে চাকরি পাওয়ার সুবাদে পরিবারের মুখে ফুটিয়েছেন হাসি ও খুশির আনন্দ। কিন্তু গত ১২ মার্চ অপহৃত হওয়ার পর থেকেই ছেলের মুক্তির সংবাদের প্রতীক্ষায় সময় পার করছেন নাজমুলের মা-বাবাসহ পরিবারের লোকজন।
কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন সুলতানা বলেন, জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার পর থেকেই জেলা প্রশাসকের পক্ষ থেকে তাদের পরিবারের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। অপহৃত নাবিকদের উদ্ধারের বিষয়টি নিয়ে সরকার ও জাহাজ মালিকের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চলছে। তিনি আরো জানান আমি সোমবার ঈদ উপহার নিয়ে নাজমুলের বাড়ি যাব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা