০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

ঈদে সংবাদপত্রে রেকর্ড ৬ দিনের ছুটি

-

এবারের ঈদুল ফিতরে দেশের সংবাদপত্রে রেকর্ড ছয় দিনের ছুটি থাকছে। ঈদের চার দিনের ছুটি, পয়লা বৈশাখের সাথে এক দিনের বিশেষ ছুটি ঘোষণা করায় সংবাদপত্র সংশ্লিষ্টরা এবার টানা ছয় দিন ছুটি ভোগ করতে পারবেন। এর আগে দেশের ইতিহাসে সংবাদপত্রে টানা ছয় দিনের ছুটির নজির নেই।
গত শনিবার সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-৯ থেকে ১৪ এপ্রিল টানা ৬ দিন ছুটি ঘোষণা করে।
নোয়াব সভাপতি এ কে আজাদ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল ফিতর ও পয়লা বৈশাখ উপলক্ষে ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সংবাদপত্র অফিস বন্ধ থাকবে। এ কারণে ১০ থেকে ১৫ এপ্রিল পত্রিকা প্রকাশিত হবে না।
প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি বছর সংবাদকর্মীরা ২৯ রমজান থেকে ঈদে তিন দিনের ছুটি ভোগ করেন। রোজা ৩০টি পূর্ণ হলে এই ছুটি চার দিন হয়। সে হিসাবে ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত চার দিন ছুটির এক দিন পরই আবার পয়লা বৈশাখ। এ দিনও সংবাদপত্র বন্ধ থাকে। সংশ্লিষ্টদের সুবিধার কথা বিবেচনা করে ১৩ এপ্রিল বিশেষ ছুটিসহ ৬ দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে নোয়াব।


আরো সংবাদ



premium cement