ভারতের সমর্থনে সরকার বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালাচ্ছে : এমরান সালেহ প্রিন্স
- মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
- ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
গত ৭ জানুয়ারির নির্বাচনে দেশের জনগণ আওয়ামী লীগের পাশে ছিল না, তাদের পাশে ছিল ভারত বলে মন্তব্য করে দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বলেছেন, ভারতের সহযোগিতা নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করছে, নির্বাচনের অধিকার কেড়ে নিয়েছে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। তিনি বলেন, ভারতের সমর্থনে এই সরকার বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দমন পীড়ন চালাচ্ছে। আওয়ামী লীগের ক্ষমতার উৎস দেশের জনগণ নয়, তাদের ক্ষমতার উৎস হচ্ছে ভারত। সেই ভারতের সহযোগিতা নিয়ে তারা অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে। আজকে জনগণ জেগে উঠেছে এই সরকারের পতন ঘটিয়েই বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরবে।
গতকাল শুক্রবার বিকেলে মুক্তাগাছা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় জেল থেকে মুক্তি পাওয়া মুক্তাগাছা বিএনপির বিভিন্ন পর্যায়ের ৭৪জন নেতাকর্মীকে তারেক রহমানের পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে দিয়ে সংবর্ধিত করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা: মাহবুবুর রহমান লিটন, প্রথম যুগ্ম আহ্বায়ক মো: জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, উপজেলা বিএনপির য্গ্মু আহ্বায়ক এ কে এম জাহাঙ্গীর হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো: শহিদুল ইসলাম শহিদ এবং উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু। পরে দোয়া ও সম্মিলিত ইফতার করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা