চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই
হিট অ্যালার্ট জারি- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ০৫ এপ্রিল ২০২৪, ০১:০৬
চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেশ কয়েক দিন একই রকম ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই অবস্থা। গতকালও জেলায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। টানা চার দিন একই মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই জেলা দিয়ে। গত বুধবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়। এ দিকে আবহাওয়া অধিদফতর থেকে চুয়াডাঙ্গাসহ চার বিভাগে আবহাওয়া সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করা হয়েছে। চুয়াডাঙ্গার সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় এ তথ্য নিশ্চিত করেন। রাকিবুল হাসান জানান, গত কয়েক দিন থেকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপদাহ। গত ১ এপ্রিল চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ২ এ্রপ্রিল ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার যৌথভাবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
তিনি আরো বলেন, জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ এখনো অব্যাহত। এ ছাড়া আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিন দিন এই তাপমাত্রার পারদ আরো বাড়বে। এ সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। তবে কালবৈশাখী ঝড়ের বিষয়ে আগে থেকে বোঝা যায় না। দুই-এক ঘণ্টা আগে ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়।
এ দিকে বাইরে রোদের তীব্র তাপ, সেই সাথে গরমে মানুষ এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছেন। বাইরে না বেরিয়ে ঘরে অবস্থান করে ফ্যানের নিচে বিশ্রাম নিচ্ছেন বেশির ভাগ মানুষ। তবে ভিন্ন চিত্র দেখা গেছে, নিম্নআয়ের দিনমজুর ও শ্রমিক শ্রেণীর মানুষের ক্ষেত্রে। তারা এই তীব্র রোদ ও গরম উপেক্ষা করে জীবিকার তাগিদে বাইরে অবস্থান করছেন। এ দিকে তীব্র রোদ আর গরমে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এই গরমে সবচেয়ে বেশি কষ্টে আছেন রোজাদার ব্যক্তিরা। বাইরে, রাস্তাঘাটে, বাজারে লোকজনের চলাচল খুবই কম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা