তাপপ্রবাহ থেকে বোরো ধান রক্ষায় ব্রি’র পরামর্শ
- নিজস্ব প্রতিবেদক
- ০৫ এপ্রিল ২০২৪, ০১:০৪
দেশে গত কয়েক দিন ধরে চলছে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৯ এপ্রিল পর্যন্ত দেশের বেশির ভাগ এলাকায় মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ বিরাজমান থাকবে। চলমান তাপপ্রবাহে ধানে ব্লাস্টসহ বিভিন্ন রোগ-বালাইয়ের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বোরো ধানে হিটওয়েভ বা তাপপ্রবাহ থেকে রক্ষায় আগাম সতর্কবার্তা ও কৃষি পরামর্শ দিয়েছে। আবহাওয়া অধিদফতরের সূত্র ধরে ব্রি জানিয়েছে, দেশের রাজবাড়ি, মানিকগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, কুষ্টিয়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, ফরিদপুর, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলা অতি তীব্র তাপপ্রবাহের কারণে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা।
এসব এলাকার বোরো চাষিদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন ব্রি’র বিজ্ঞানীরা। তারা বলছেন, ধান গাছের বৃদ্ধির পর্যায় যেখানে কাইচ থোড় থেকে শক্ত দানা অবস্থায় সেখানে তাপ প্রবাহ থেকে ফসল রক্ষার জন্য জমিতে সর্বদা ৫-৭ সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। এ সময় জমিতে যেন পানির ঘাটতি না হয়। এ অবস্থায় শীষ ব্লাস্ট রোগের আক্রমণ হতে পারে। রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই প্রিভেনটিভ হিসেবে বিকেল বেলা ট্রুপার ৮ গ্রাম/১০ লিটার পানি অথবা নেটিভো ৬ গ্রাম/১০ লিটার পানি ৫ শতাংশ জমিতে ৫ দিনের ব্যবধানে দুইবার স্প্রে করতে হবে।
ধানে বিএলবি ও বিএলএস রোগ ব্যাপকভাবে দেখা যাচ্ছে। এক্ষেত্রে ৬০ গ্রাম থিওভিট, ৬০ গ্রাম পটাশ ও ২০ গ্রাম জিংক ১০ লিটার পানিতে সমভাবে মিশিয়ে ৫ শতাংশ জমিতে ¯েপ্র করতে হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা