১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাবির সাবেক ছাত্রদের মিলনমেলা

জাতির নেতৃত্বের সঙ্কট পূরণে ভূমিকা রাখতে হবে : রফিকুল ইসলাম খান

-


রাজশাহী ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট ফোরামের উদ্যোগে মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর একটি রেস্টুরেন্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও রাবির সিনেট সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

ফোরামের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সভাপতিত্বে ও সেক্রেটারি দেলাওয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাবির অধ্যাপক ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম উমার আলী, জাতীয় সংসদের সাবেক সদস্য অধ্যাপক লতিফুর রহমান, বিশিষ্ট সমাজসেবক এমাজ উদ্দিন মন্ডল, বিশিষ্ট মানবাধিকারকর্মী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ড. শফিকুল ইসলাম মাসুদ, রাজশাহী ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট ফোরামের ছাত্র উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ড. মোবারক হোসাইন, আশরাফুল আলম ইমন, হাফেজ গোলাম রাব্বানী, হাফেজ নুরুজ্জামান, হাবিবুর রহমান, আজিজুর রহমান আযাদ, আব্দুর রহিম, আশরাফুল ইসলাম ফারুক, নুর মোহাম্মদ মণ্ডল, বর্তমান ছাত্রনেতা আহমেদ আব্দুল্লাহ, রোহান কবিরসহ বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান ছাত্র নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ এক ক্রান্তিকাল পার করছে। এই ক্রান্তিকালে জাতির নেতৃত্বের সঙ্কট পূরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতৃত্বকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বর্তমানে এদেশ থেকে ইসলাম ও ইসলামী মূল্যবোধ ধ্বংস করতে নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

এ অবস্থায় ইসলামী আন্দোলনের সূতিকাগার রাবির সাবেক ছাত্র হিসেবে আমাদের দৃঢ়তার সাথে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একজন মুসলমান হিসেবে এদেশে কুরআন ও সুন্নাহর আলোকে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সচেতনভাবে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও সত্য ও ন্যায়ের প্রতি অবিচল থেকে বাংলার জমিনে ইসলামকে বিজয়ী করার প্রচেষ্টা চালাতে হবে।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, রাবির ছাত্র আন্দোলনের দীর্ঘ সময়ে আপনারা যে ভূমিকা পালন করে এসেছেন তা জীবন পরিচালনার সব ক্ষেত্রে আপনাদেরকে আরো দৃঢ় ও অনুপ্রাণিত করবে। প্রবহমান জীবনধারার মাঝপথে আমাদেরকে বাস্তবতার আলোকে অনেকগুলো পরিস্থিতির মোকাবেলা করতে হবে। এই চলার পথে আমরা যদি কোনো প্ররোচনায় পথ ভুলে যাই তাহলে আমাদের আগের সব অর্জনই বৃথা হয়ে যাবে। এজন্য সাবেক ছাত্র ভাইদেরকে সতর্কতার সাথে পথ চলতে হবে। ছাত্র আন্দোলন থেকে শিখে আসা যোগ্যতার প্রতিফলন ঘটিয়ে সব কিছুর সমন্বয় করে আগামীর পথ পাড়ি দিতে হবে।
ইফতার মাহফিল ও মিলনমেলায় রাবির সাবেক ছাত্র ভাইদের ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement