খুলনা সিটি করপোরেশনের ৩৭ কর্মচারী চাকরিচ্যুত
- খুলনা ব্যুরো
- ০৩ এপ্রিল ২০২৪, ০০:৫৬
খুলনা সিটি করপোরেশনে মাস্টাররোলে কর্মরত চতুর্থ শ্রেণীর ৩৭ কর্মচারী চাকরি স্থায়ী করার জন্য হাইকোর্টে মামলা করেছিলেন। পরিবর্তে তাদের কপালে জুটেছে চাকরিচ্যুতি। মামলায় ভুয়া কাগজপত্র দাখিল করার দায়ে গত সোমবার কেসিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে তাদের চাকরিচ্যুতির আদেশ দেয়া হয়।
কেসিসি সূত্রে জানা যায়, এসব কর্মচারী কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে স্প্রেম্যান, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী ও গাড়ির চালক পদে কর্মরত ছিলেন। তারা চাকরি স্থায়ী করার জন্য হাইকোর্টে একটি মামলা করেন। মামলায় তারা যেসব কাগজপত্র দাখিল করেন তার মধ্যে কয়েকটি কাগজ সিটি করপোরেশনের রিসিভ করা কপি বলে দেখা যায়। কিন্তু বাস্তবে ওই কাগজপত্র কখনো সিটি করপোরেশন রিসিভ করেনি। সেগুলোতে সিটি করপোরেশনের যে সিল-সই আছে তা ভুয়া। তদন্ত করে বিষয়টি প্রমাণিত হওয়ায় জালিয়াতির মূল হোতা বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের স্প্রেম্যান বাচ্চু শেখসহ ৩৭ জনকে চাকরিচ্যুত করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা