১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বান্দরবানে বিরল প্রজাতির ভাল্লুকের শাবক উদ্ধার আটক ১

-

বান্দরবানের বনাঞ্চল থেকে পাচারের সময় দু’টি বিরল প্রজাতির ভাল্লুকের শাবক উদ্ধার করেছে পুলিশ। বান্দরবানের আলীকদম উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এই দুইটি শাবক উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো: আলাউদ্দিন নামের এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বান্দরবান পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান পুলিশ সুপার সৈকত শাহীন। তিনি জানান আলীকদম থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ০১ এপ্রিল সন্ধ্যায় আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী পাড়ার বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আলীকদম উপজেলার ৩নং ওয়ার্ডের বাসিন্দা শামশুল আলমের ছেলে মো: আলাউদ্দিনকে (২৪) তল্লাশি করলে তার মোটরসাইকেলে বস্তায় লুকিয়ে রাখা দুইটি ভাল্লুকের শাবক উদ্ধার করা হয়। পরে পুলিশের সদস্যরা ভাল্লুকের শাবক দুইটি উদ্ধার করে সেই সাথে মো: আলাউদ্দিনকে আটক করে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী পাচার মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ। উদ্ধার হওয়া ভাল্লুকের শাবক দুইটি চকোরিয়ার ডুলহাজারা সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement

সকল