১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুমিল্লায় যুবক খুনের দায়ে ২ আসামির মৃত্যুদণ্ড

-

কুমিল্লার হোমনায় বোনের সাথে প্রেম করায় ফয়সল (২২) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়। এর দায়ে ভাই মো: শামীম মিয়া ও মামাতো ভাই দুলাল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত। ১ এপ্র্রিল কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মো: জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লা হোমনা উপজেলার রাজনগর গ্রামের মো: ফুল মিঞার ছেলে মো: শামীম মিয়া (২৪) ও একই উপজেলার সাফলেজি গ্রামের মো: বেদন মিয়ার ছেলে মো: দুলাল মিয়া (২০)।
মামলার বিবরণে জানা যায়, হত্যাকাণ্ডের শিকার ফয়সলের সাথে আসামি মো: শামীম মিয়ার কলেজ পড়ুয়া বোন মেহেদী আক্তারের (১৮) প্রেমের সম্পর্ক ছিল। শামীম জানায়- প্রথমে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ এবং পরে ধারালো ছুরি দিয়ে গলা কেটে ফয়সলকে হত্যা করে। লাশটি বিদ্যালয়ের মাঠে মাটিতে পুঁতে রাখা হয়। এ ব্যাপারে ২০২০ সালের ১৩ জুন নিহত ফয়সলের বড় বোন হোমনা থানার রাজনগর গ্রামের হারুন মিয়ার স্ত্রী সালমা আক্তার বাদি হয়ে মো: শামীম মিয়াসহ কয়েকজনের নাম উল্লেখ করে হোমনা থানায় মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা আসামি মো: শামীম মিয়া ও মো: দুলাল মিয়াকে আটক করে আদালতে সোপর্দ করেন। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। ২০২১ সালের ১৮ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামি মো: শামীম মিয়া ও মো: দুলাল মিয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড এবং একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি মো: শামীম মিয়া ও মো: দুলাল মিয়া আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষে নিযুক্তী কৌঁসুলি অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল মজুমদার ও মো: নূরুল ইসলাম বলেন, আমরা আশা করছি, উচ্চ আদালত এ রায় বহাল রেখে দ্রুত বাস্তবায়ন করবেন।

 


আরো সংবাদ



premium cement