১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

স্বামীকে বিষপ্রয়োগে হত্যা স্ত্রীর যাবজ্জীবন

-

খুলনায় স্বামীকে বিষপ্রয়োগে হত্যার মামলায় মোছাম্মাৎ নাদিরা বেগম (৪০) নামে এক নারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড হয়েছে। গতকাল রোববার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নীলা রানী কর্মকার মামলার এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত নাদিরা বেগম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তার স্বামী মোদাচ্ছের আলী খুলনার রূপসা উপজেলার বাহিরদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। এ মামলার অপর আসামি নাদিরা বেগমের পরকীয়া প্রেমিক বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পশ্চিম বাহিরদিয়া গ্রামের কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, রূপসা উপজেলার বাহিরদিয়া গ্রামের মোদাচ্ছের আলীর স্ত্রী নাদিরা বেগমের সাথে পাশর্^বর্তী বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পশ্চিম বাহিরদিয়া গ্রামের আবদুস সাত্তার শেখের ছেলে কামরুল ইসলামের পরকীয়া ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। মোদাচ্ছেরের পরিবারের সদস্যদের সাথেও নাদিরার ভালো সম্পর্ক ছিল না। ২০০৬ সালে মোদাচ্ছের অসুস্থ হয়ে পড়লে তার শরীরে স্যালাইন পুশ করা হয়। নাদিরা বেগম প্রেমিক কামরুল ইসলামের প্ররোচনায় স্যালাইনে বিষ মিশিয়ে দেয়। বিষক্রিয়ায় মোদাচ্ছের মারা যান। এ ঘটনায় নিহত মোদাচ্ছেরের ভাই মোশাররফ শেখ বাদি হয়ে ২০০৬ সালের ২ মে মোদাচ্ছেরের স্ত্রী নাদিরা বেগম ও তার পরকীয়া প্রেমিক কামরুল ইসলামের বিরুদ্ধে রূপসা থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা রূপসা থানার তৎকালীন এসআই মো: মিরাশ উদ্দিন নাদিরা বেগম ও তার পরকীয়া প্রেমিক কামরুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।


আরো সংবাদ



premium cement