ঢাকাস্থ চট্টগ্রাম মেডিক্যাল কলেজের চিকিৎসকদের পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- ৩১ মার্চ ২০২৪, ০২:০২
ঢাকাস্থ চট্টগ্রাম মেডিক্যাল কলেজের জাতীয়তাবাদী চিকিৎসকদের পুনর্মিলনী ও ইফতার মাহফিল গতকাল শনিবার রাজধানীর হাতিরপুলের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা: সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান। সভাপতিত্ব করেন ডা: হাসানাত সুমন। ডা: নজরুল ইসলাম আকাশের সঞ্চালনায় ইফতার- পূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা: গাজী শাহিন, ডা: আরেফিন সুমন, চামেকসুর সাবেক ভিপি ডা: মাসুদ রানা, চমেক ছাত্রদলের সাবেক সভাপতি ডা: শাকিল, সাবেক সভাপতি ডা: জাহিদ ইকবাল। চিকিৎসকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে ডা: সাইফ পেশাগত উৎকর্ষতার পাশাপাশি ভবিষ্যতের জাতীয়তাবাদী চিকিৎসক ও পেশাজীবী আন্দোলনে ঐকবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, ‘পেশাগত আন্দোলন ছাড়াও গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণেও ডাক্তারদের ভূমিকা রাখার সুযোগ আছে। রোগী সেবার পাশাপাশি সমাজসেবাও করে যেতে হবে চিকিৎসকদের।’ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা: শাকিল, ডা: আব্দুস সাত্তার লিটন, ডা: আসলাম, ডা: আসাদ, ডা: খবিরউদ্দিন, পাটোয়ারী, ডা: মুনতাহিদ (রনি), ডা: ইমন, ডা: সনেট, ডা: গাজী শাহিন, ডা: গোলাম নবী আজাদ, ডা: সিরাজ, ডা: জাহিদ ইকবাল, ডা: নিপ্পন, ডা: দিদার প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা