১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইহকালে সমৃদ্ধি ও পরকালে মুক্তির জন্য কুরআনের শিক্ষায় ফিরতে হবে : ড. চৌধুরী মাহমুদ হাসান

-

মানারাত ইউনিভার্সিটির সাবেক ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান বলেছেন, ইহকালের শান্তি ও সমৃদ্ধি এবং পরকালের মুক্তির জন্য ইসলামের প্রকৃত শিক্ষার দিকে সবাইকে ফিরে আসতে হবে। মনের ভেতরে থাকা কৃপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার সর্বোত্তম সময় রমজান মাস। কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হলে কুরআনের মৌলিক শিক্ষাগুলো অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের জীবনে ও সমাজে কুরআনের শিক্ষা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়ে গেছেন। বিশিষ্ট এই প্ল্যান্টস মেডিসিন বিজ্ঞানী বলেন, তাকওয়াভিত্তিক সমাজ ছাড়া মানুষের সংশোধন কিংবা পৃথিবীতেও প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। ভালো মানুষ হতে হলে একজন মুত্তাকি হতে হবে। দুনিয়াকে বাদ দিয়ে আখিরাতের মুক্তি সম্ভব নয়। পৃথিবীকে গড়তে হলে আখিরাতের জীবনকেও সামনে রাখতে হবে। আবার দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলেও তাকওয়া অবলম্বন করতে হবে।
বাংলাদেশ ইউনানী অ্যান্ড আয়ুবের্দিক মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বুয়ামা) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তেব্য তিনি আরো বলেন, আল্লাহর রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুয়তের ২৩ বছরে মানুষের মধ্যে যে পরিবর্তন এনেছিলেন তার পেছনে কারণ ছিল পবিত্র কুরআন।
সংগঠনের সভাপতি ডা: টি এম সফিউল ইসলামের সভাপতিত্বে ও মহাসচিব ডা: তাওহীদ আল বেরুনীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ভারতের হামদর্দের মুনাওয়ার হোসেন কাজমি। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মো: মাহফুজুর রহমান, ইউনানি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা: আতাউর রহমান, এনডিএফের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ডা: আসাদুজ্জামান কাবুল প্রমুখ।
ইফতার মাহফিলের আগে বাংলাদেশ ইউনানি অ্যান্ড আয়ুবের্দিক মেডিক্যাল অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বুয়ামার ২০২৪-২৫ ও ২০২৫-২৬ সেশনের নতুন সভাপতি নির্বাচিত হন ডা: তাওহীদ আল বেরুনী ও মহাসচিব নির্বাচিত হন ডা: মঈন উদ্দিন।


আরো সংবাদ



premium cement